Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রোন দিয়ে খোঁজ নিচ্ছে ব্রাজিল— গুঞ্জন উড়িয়ে দিলেন সার্বিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ১৪:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৪:১৮

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন রটেছে ড্রোন ব্যবহার করে গুপ্তচরবৃত্তি করছে ব্রাজিল। সার্বিয়ার অনুশীলনে ড্রোন উড়িয়ে তথ্য সংগ্রহ করছে ব্রাজিল এমন গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করছেন সার্বিয়ান কোচ দ্রাগান স্টকোভিচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্টকোভিচ জানান, আমরা তেমন কেউ নই যে আমাদের ড্রোন দিয়ে নজরদারি করতে হবে। দুই দলই আল আরব ট্রেনিং গ্রাউন্ড ব্যবহার করছে। এবং দুই দলের অনুশীলন মাঠ মাত্র একটি রাস্তা দ্বারা দ্বিভক্ত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামছে ব্রাজিল। এর মধ্যেই ব্রাজিলের একাদশ ফাঁস হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবো সেই একাদশ ফাঁস করেছেন। যেখানে দেখা গেছে চার ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। তবে এর চেয়েও বড় গুঞ্জন সার্বিয়ার অনুশীলনে ড্রোন উড়িয়ে তথ্য সংগ্রহ করছে ব্রাজিল।

হুঙ্কার দিয়ে সার্বিয়ান কোচ বললেন— ব্রাজিলকে আমরা ভয় করি না

তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সার্বিয়ান কোচ দ্রাগান স্টকোভিচ সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না তারা আমাদের অনুশীলন দেখেছে। আমরা এমন কেউ নই যে আমাদের অনুশীলনে গুপ্তচরবৃত্তি করতে হবে। তারা (ব্রাজিল) ফুটবল অন্যতম পরাশক্তি। আমার মনে হয় এটি (ড্রোন উড়ানো) একটি ভুল তথ্য। তারা যদিও ড্রোন উড়িয়েও থাকে তবুও বিশেষ কিছু দেখতে পেয়েছে বলে মনে হয় না আমার।’

ব্রাজিলের ফাঁস হওয়া একাদশে দেখা যাচ্ছে নেইমার জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র চার ফরোয়ার্ড আছেন। আর এই চার ফরোয়ার্ড একাদশে থাকলে নিজেদের বিপদ বলে মনে করছেন স্টকোভিচ। কিন্তু সেই সঙ্গে জানিয়ে দিলেন ব্রাজিলের রক্ষণ যে দুর্বল সেটিও।

স্টকোভিচ বলেন, ‘ব্রাজিল খুব ভাগ্যবান যে তাদের দলের খুবই ভালো মানের ফরোয়ার্ড রয়েছে কিন্তু তাদের রক্ষণের কি অবস্থা? কেউ কি সেখানে থাকবে? থাকলেও কতটা ভালো করতে পারবে? ব্রাজিল বর্তমানে সেরা একটি দল। কিন্তু আমরা আমাদের নিজেদের খেলার ওপর আত্মবিশ্বাসী। তারা যদি চার ফরোয়ার্ড নিয়ে খেলে তাহলে আমাদের বিপদ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ড্রোন দ্রাগান স্টকোভিচ ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম সার্বিয়া সার্বিয়ান কোচ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর