Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনের প্রত্যাবর্তন, জাপানের জার্মান বধে বিশ্বকাপের চতুর্থ দিন

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ০৮:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ০৮:৪২

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার অপ্রত্যাশিত হারের পর বিশ্বকাপের চতুর্থ দিনে এসে আরেক অঘটনের দেখা মিলল। প্রথমবারের মতো জাপানের কাছে হেরে বসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জাপানের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হেরেছে জার্মানরা। এরপর কোস্টারিকাকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছে তারুণ্য নির্ভর স্প্যানিশ দলটি।

বিজ্ঞাপন

দিনের অন্য ম্যাচে গত বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল মরক্কো। দুর্দান্ত আক্রমণে ক্রোয়েশিয়াকে মনে ভয় ধরিয়ে দিয়েছিল আফ্রিকান দলটি। তবে শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দিনের শেষ ম্যাচে দেখা মিলেছে থিবো কোর্তোয়ার দুর্দান্ত গোলকিপিং। দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে কানাডা। আক্রমণে বেলজিয়ামের রক্ষণের পরীক্ষা নিয়ে পেয়েছিল পেনাল্টিও। তবে আলফোন্সো ডেভিসের নেওয়া সেই পেনাল্টি রুখে বেলজিয়ামের নায়ক থিবো কোর্তোয়া। এরপরে আক্রমণ ধরে রেখেও গোল পাওয়া হয়নি কানাডার।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়াকে কাঁপিয়ে ড্র করল মরক্কো

২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ২০২২ সালে এসেও দুর্দান্ত। তবে গতবারের মতো উড়ন্ত সূচনা হলো না ক্রোটদের। প্রথম ম্যাচেই আফ্রিকার দল মরক্কো তাদের বেশ পরীক্ষা নিয়েছে। দুর্দান্ত আক্রমণে ক্রোয়েশিয়াকে কাঁপিয়েছে মরক্কো। আশরাফ হাকিমি, হাকিম জিয়েচদের আক্রমণ সামলেছে লুকা মদ্রিচরা। আর তাতেই গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।

জার্মান মেশিন গুড়িয়ে জাপানের অবিশ্বাস্য জয়

‘ফুটবল একটি সরল খেলা। যেখানে ২২ জন ৯০ মিনিট বল তাড়া করে এবং শেষে এসে জার্মানরা জিতে’—সাবেক ইংলিশ ফুটবলার এবং বর্তমান ফুটবল বিশ্লেষক গ্যারি লিনেকার এমনটাই বলেছিলেন জার্মানির ফুটবল নিয়ে। তবে সময় পাল্টেছে। বিশেষ করে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরে হাওয়া বদল হয়েছে। দুঃস্বপ্ন যেন পিছুই ছাড়ছে না জার্মানির। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানির কাতার বিশ্বকাপের শুরুটাও সুখকর হলো না। এবারে জাপানের দুর্দান্ত ফুটবলের কাছে হার মানতে হলো জার্মান মেশিনদের।

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে জাপান। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে লিড এনে দেন ইয়াকি গুন্দোয়ান। এরপর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জাপানকে সমতায় ফেরান রিতসু দোয়ান আর ৮৩তম মিনিটে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের থমকে দেন তাকুমা আসানো। তার গোলেই শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

কোস্টারিকাকে বিধ্বস্ত করে প্রত্যাবর্তনের বার্তা দিল স্পেন

নিজেদের ইতিহাস নতুন করে গড়ল স্প্যানিশরা। এর আগে কখনোই বিশ্বকাপ কিংবা মহাদেশীয় টুর্নামেন্টে এই রেকর্ড গড়তে পারেনি। ২০২২ কাতার বিশ্বকাপে এসে কোস্টারিকার জালে গুনে গুনে ৭বার বল জড়াল লুইস এনরিকের দল। আর তাতেই লেখা হলো নতুন ইতিহাস। এমনকি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দল গোটা টুর্নামেন্টেই করেছিল মোটে ৮টি গোল। সেখানে এবার নিজেদের প্রথম ম্যাচেই ৭ গোল করে ফেলল স্প্যানিশরা।

বিশ্বকাপের দল ঘোষণার পর একাংশ স্প্যানিশ সমর্থকের রোষানলে পড়েছিলেন কোচ লুইস এনরিকে। তবে এবার মাঠের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে নিয়েছে লুইস এনরিকের স্পেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে লা রোজারা। স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেররান তোরেস। এছাড়া একটি করে গোল করেন গাভি, মার্কো অ্যাসেন্সিও, কার্লোস সলার, আলভারো মোরাতা এবং দানি অলমো।

বেলজিয়ামের ওপর ছড়ি ঘুরিয়ে হারল কানাডা

১৯৮৬ সালে প্রথম এবং শেষবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল কানাডা। এরপর ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটল ২০২২ কাতার বিশ্বকাপে। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে এসে শক্তিশালী বেলজিয়ামের মনে ভয় ধরিয়ে দিয়েছিল কানাডা। গোটা ম্যাচই বেলজিয়ামের ওপর ছড়ি ঘুরিয়েও শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজয় বরণ করতে হয়েছে।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ ক্রোয়েশিয়া বনাম মরক্কো চতুর্থ দিন জার্মানি বনাম জাপান ফুটবল বিশ্বকাপ ২০২২ বেলজিয়াম বনাম কানাডা স্পেন বনাম কোস্টারিকা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর