Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঘটন ঘটনের বিশ্বকাপের তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ০৮:২৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১০:২৯

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অঘটনের দিন বললেও খুব একটা ভুল বলা হবে না। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে সৌদি আরব। বিশ্বকাপের ডার্কহর্স হয়ে আসা ডেনমার্ককে আটকে দিয়েছে আফ্রিকার তিউনিসিয়া। ওচোয়া বীরত্বে লেভান্ডোফস্কির পোল্যান্ডকে রুখে দিয়েছে মেক্সিকো। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ জয়ে শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। খাতা কলম কিংবা মাঠের খেলায় সবদিক দিয়েই এগিয়ে আর্জেন্টিনা। তারপরেও আর্জেন্টিনাকে চমকে দিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে ডেনমার্ক ও তিউনিসিয়া। এবারের বিশ্বকাপে ডার্কহর্স উপাধি পাওয়া ডেনমার্ককে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে তিউনিসিয়া। রাত ১০টায় মেক্সিকো আর পোল্যান্ডের মধ্যকার ম্যাচটিও শেষ হয়েছে গোলশূন্যে। তবে এই ম্যাচে সুযোগ ছিল পোল্যান্ডের এগিয়ে যাওয়ার। পেনাল্টি পেলেও রবার্ট লেভান্ডোফস্কির শট রুখে মেক্সিকোকে ১ পয়েন্ট এনে দেন বিশ্বকাপের নায়ক গুইলেরমা ওচোয়া। আর দিনের শেষ ম্যাচে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ফ্রান্স।

বিজ্ঞাপন

বড় ধাক্কায় শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ মিশনে নামে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে থমকে দিয়েছে সৌদি আরব। লিওনেল মেসির করা গোলে ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় সৌদি। সালেহ আল সেহরি সমতায় ফেরায় সৌদিকে আর সালেম আল দাওসারি গোল করে এগিয়ে নেন দলকে।

শেষবার ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর প্রায় আড়াই বছর ধরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপে আলবেসিলেস্তেরা। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার রেকর্ডের ইতি টেনে অঘটন ঘটালো সৌদি আরব। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার শুরতেই ২-১ গোলের ব্যবধানে সৌদি আরবের কাছে হার।

তিউনিসার রক্ষণে আটকে গেল ফেভারিট ডেনমার্ক

বিশ্বকাপ শুরুর আগে বিশ্লেষকদের তুরুপের তাস হিসেবে আখ্যা পায় ডেনমার্ক। ক্রিশ্চিয়ান এরিকসেনদের দল এবারের বিশ্বকাপের ডার্কহর্স হয়ে উঠতে পারে। তবে নিজেদের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল তিউনিসিয়ার রক্ষণে আটকে গেছে ডেনমার্ক। আর উপহার দিয়েছে এবারের বিশ্বকাপের প্রথম গোলশূন্য ম্যাচের।

ম্যাচের শুরুর দিকে অবশ্য একবার ডেনমার্কের জালে বল জড়িয়েছিল তিউনিসিয়া। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। আর ম্যাচের শেষ মুহূর্তে এসে তিউনিসিয়ার এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে ডেনমার্ক। তবে ভিএআর দেখে সেই আবেদন খারিজ করে দিলে আর গোলের দেখা পাওয়া হয়নি ডেনমার্কের।

লেভান্ডোফস্কির পেনাল্টি রুখে মেক্সিকোর নায়ক ওচোয়া

ম্যাচের তখন ৫৬তম মিনিট চলছে। রবার্ট লেভান্ডোফস্কিকে ডি বক্সের ভেতর ফেলে দেওয়ায় ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক নিতে আসেন পোল্যান্ডের অধিনায়ক এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রবার্ট লেভান্ডোফস্কি। তবে বিশ্বকাপের মঞ্চে বারবার পারফরম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া গুইলেরমো ওচোয়া নিজের জাত চেনালেন আরও একবার। লেভান্ডোফস্কি ডান দিকের কোনার দিকে শট করেছিলেন, আর ঠিক দিকেই লাফিয়ে পড়ে শক্ত হাতে শট রুখে দেন ওচোয়া। আর তাতেই বিশ্বকাপে নিজের প্রথম গোল পাওয়া হলো না লেভান্ডোফস্কির।

শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসটাই পুড়িয়েছে পোল্যান্ডকে। আর গোটা ম্যাচ দুর্দান্ত খেলেও গোলের দেখা না পেয়ে হতাশায় পুড়েছে মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তেই শেষ হয়েছে মেক্সিকো-পোল্যান্ড লড়াই।

চ্যাম্পিয়নদের শুরু চ্যাম্পিয়নের মতোই

বিশ্বকাপ শুরুর আগে থেকেই একের পর এক ইনজুরিতে দলের প্রধান একাদশের খেলোয়াড় ছিটকে গেছেন। প্রেসনেল কিমপেম্বে, ক্রিস্তোফার এনকুনকু এবং করিম বেনজেমা ছিটকে গেছেন ইনজুরিতে পড়ে। আবার মাথার ওপর চাপ গত তিন বিশ্বকাপে চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার। আর এসব চাপের কারণেই কি না অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে ফ্রান্স। তবে এরপরেই নিজেদের ফিরে পায় চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপে, অলিভার জিরুডদের সামনে পাত্তায় পায়নি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন পারফরম্যান্সে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

শুরুতে পিছিয়ে পড়া ফ্রান্সকে ম্যাচে সমতায় ফেরান র‍্যাবিওট। এরপর অলিভার জিরুড লিড এনে দেন ফ্রান্সকে। আর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও জিরুড ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন। এদিন ফ্রেঞ্চ কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি হেনরির ৫১ গোলের রেকর্ড ছুঁয়েছেন জিরুড।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ডেনমার্ক বনাম তিউনিসিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া মেক্সিকো বনাম পোল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর