‘আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে’
২২ নভেম্বর ২০২২ ২২:০৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২২ ২২:২২
আর্জেন্টিনা কয় গোলে জিতবে? লিওনেল মেসিই-বা কয় গোল দিবেন? সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামার আগে এমন আলোচনাই চলছিল। বিশ্বকাপে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। তাছাড়া লিওনেল মেসির দল ফিফা র্যাংকিংয়ের ৩ নম্বরে, আর সৌদি আরব ৫১ নম্বরে। দুদলের শক্তির ব্যবধান যোজন যোজন। কিন্তু মাঠের খেলায় ঘটল ভিন্ন ঘটনা।
বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সেই সৌদি আরবই হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। যাদের বিশ্বকাপ জয়ের দাবিদার ভাবা হচ্ছে সেই দলটিকেই ফিফা র্যাংকিংয়ের ৫১ নম্বরে থাকা সৌদি আরব আজ হারিয়েছে ২-১ ব্যবধানে। স্বাভাবিকভাবেই হতাশ আর্জেন্টিনার সমর্থকরা। হতাশ আর্জেন্টিনার পাড় সমর্থক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। বলেছেন, আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময়ই ঝুঁকির।
ম্যাচের পর মাশরাফি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি, কিন্তু কিছুই করার নেই। এই দলকেই সমর্থন দিয়ে যেতে হবে। আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু নয়। তবে ওদের রক্ষণের চেহারাটা আরেকবার বেরিয়ে পড়ল।’
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৫ মিনিটে ব্যবধানে দুই গোল হাজম করে পিছিয়ে পরে দলটি। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা চাপের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে না, মনে করছেন মাশরাফি।
লিখেছেন, ‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ফিরে আসতে পারে না, তা আরেকবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এ অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।’
সৌদি আরবের কাছে হেরে পরের রাউন্ডের রাস্তাও কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। গ্রুপের অপর দুই দল পোল্যান্ড ও মেক্সিকো তুলনামূলক কঠিন প্রতিপক্ষ। ২৭ নভেম্বর রবার্ট লেভানডফক্সির পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ১ ডিসেম্বর গ্রুপ পর্বে তাদের তৃতীয় প্রতিপক্ষ মেক্সিকো।
সারাবাংলা/এসএইচএস