Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনা-সৌদি আরব: পরিসংখ্যান বলছে ভিন্ন কথা

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ১৪:২৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৪:২৬

এবারের বিশ্বকাপে যে কয়েকটা দলকে হট ফেভারিট ধরা হচ্ছে আর্জেন্টিনা তাদের মধ্যে অন্যতম। লিওনেল মেসির নেতৃত্বে টানা ৩৫ ম্যাচ অপরাজিত দলটি। আর্জেন্টিনা আজ সৌদি আরবের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। দলীয় শক্তি কিংবা সাম্প্রতিক ফর্ম সব বিচারেই পরিস্কার ফেভারিট আর্জেন্টিনা। তবে পরিসংখ্যান কিন্তু শুধুই মেসিদের পক্ষে কথা বলছে না।

ফেভারিট তকমায় আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। তাদেরকে বিশ্বকাপ জয়ের দাবিদার ভাবা হচ্ছে। অপর দিকে সৌদি আরবের লক্ষ্য স্রেফ ‘ভালো খেলা’ উপহার দেওয়া।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপে সৌদি আরবের সেরা সাফল্য শেষ ষোলো পর্যন্ত পৌছা। ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা বর্তমানে তিন নম্বরে। অপর দিকে সেরা পঞ্চাশেও নেই সৌদি আরব। তাদের অবস্থান ৫১তম।

তবে ম্যাচের আগে পরিসংখ্যান ভাবাতে পারে আর্জেন্টিনা ভক্তদের! এখন পর্যন্ত দু-দল মুখোমুখি হয়েছে চারবার। চারবারের দুবারই আর্জেন্টিনাকে জিততে দেয়নি সৌদি আরব। আর্জেন্টিনা জিতেছে দুই ম্যাচ, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। লিওনেল মেসি আগে সৌদি আরবের বিপক্ষে গোল করতে পারেননি। অবশ্য মেসি মরুর দেশটির বিপক্ষে খেলেছেনই এক ম্যাচ। চার ম্যাচে সৌদি আরবের জালে ৭ বার বল জড়িয়েছে আর্জেন্টিনা। অপর দিকে সৌদি আর্জেন্টিনার জালে গোল দিয়েছে তিনটি।

দুই দলের প্রথম দেখা ১৯৮৮ সালে। অস্ট্রেলিয়া দ্বিশতবর্ষী গোল্ডকাপের লড়াইয়ে সেবার আর্জেন্টিনাকে জিততে দেয়নি সৌদি আরব। ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।

সেই টুর্নামেন্টেই তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আবারও দেখা হয় দুই দলের। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ফিফা কনফেডারেশন কাপে তৃতীয়বার দেখা হয়েছিল ১৯৯২ সালে। সেবার কনফেডারেশন কাপের আয়োজক ছিল সৌদি আরব। নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল দলটি।

বিজ্ঞাপন

২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল সৌদি আরব। এই ম্যাচে লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়া দুজনই খেলেছেন। তবুও গোলশূন্য ড্র’তে শেষ হয় ম্যাচটি।

আজ হয়তো এটা থেকে বড় অনুপ্রেরণাই খুঁজবে সৌদি আরব।

সারাবাংলা/এসএইচএস

ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর