Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট যাদের ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকে

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ১৭:০৭

রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের।’ কাতারে তীব্র গরমের কারণে জুন-জুলাইয়ের পরিবর্তে এবারের বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে। আর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের মাঝপথের বিশ্বকাপে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। এ কারণে বর্তমান বিশ্বের নামীদামী অনেক তারাকাই ছিটকে গেছেন চোটে পড়ে।

বিজ্ঞাপন

সেই দলের সর্বশেষ অন্তর্ভূক্ত খেলোয়াড় বর্তমান ব্যালন ডি অর জয়ী করিম বেনজেমা। এর দুইদিন আগে ক্রিস্তোফার এনকুনকু তারও কিছুদিন আগে প্রেসনেল কিমপেম্বে চোটের কারণে ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। তালিকায় আছে আরও দুই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের নামও।

এক নজরে চোটের কারণে ছিটকে যাওয়া তারকাদের তালিকা—

করিম বেনজেমা (ফ্রান্স): বিশ্বকাপের ঠিক একদিন আগে চোটে পড়ে ছিটকে গেলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে শেষ কয়েকটি ম্যাচে খেলেননই করিম বেনজেমা। তখনই শঙ্কা জেগেছিল বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হবেন তো বেনজেমা? শেষ পর্যন্ত সেই শঙ্কাটিই সত্যি হয়েছে। বিশ্বকাপের মাত্র একদিন বাকি থাকতে চোট গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে দিল করিম বেনজেমাকে।

বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল। তারা বলেছে, ‘পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার ভাগীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

ক্রিস্তোফার এনকুনকু (ফ্রান্স): একের পর এক চোট আঘাত হানছে ফ্রান্সের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে চোটের কারণে ছিটকে যান এনগোলো কান্তে, পল পগবা। এরপর চোটের কারণে শঙ্কায় পড়েন রাফায়েল ভারান। বিশ্বকাপের ছয়দিন বাকি থাকতে চোট ছিটকে দেয় ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বেকে। এবার সেই দলে যুক্ত হয়েছেন স্ট্রাইকার ক্রিস্তোফার এনকুনকু। সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের অনুশীলনে এডুয়ার্ড কামাভিঙ্গার সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পান এনকুনকু। বিশ্বকাপের অনুশীলনে ভালোভাবেই যোগ দিয়েছিলেন আরবি লাইপজিগের স্ট্রাইকার ক্রিস্তোফার এনকুনকু। তবে অনুশীলন চলাকালে হাঁটুতে চোট পান।

বিজ্ঞাপন

প্রেসনেল কিমপেম্বে (ফ্রান্স): কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি ছিল মাত্র ৬ দিন। এর মধ্যেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে ক্লাব ফুটবলের মধ্যবর্তী সময়ে বিশ্বকাপের এই আয়োজন বেশ ভুগাচ্ছে খেলোয়াড়দের। ইনজুরির কারণে বড় বড় তারকা খেলোয়াড়দের অনেকেই ছিটকে গেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সেন্ট্রাল ডিফেন্ডার প্রেস্নেল কিমপেম্বে। সোমবার (১৪ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে কিম্পেম্বের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারটি জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

পল পগবা (ফ্রান্স): রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে সামনে থেকে নেতৃত্ব দেন পল পগবা। নিজের দ্বিতীয় বিশ্বকাপেও আলো ছড়ানোর কথা ছিল তার। তবে ইনজুরির কারণে বিশ্বকাপের দলেই সুযোগ হয়নি এই মিডফিল্ডারের। গত সেপ্টেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পরে এখনও সেরে উঠতে পারেননি তিনি। আর তাতেই বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।

এনগোলো কান্তে (ফ্রান্স): চেলসির এই ফ্রেঞ্চ মিডফিল্ডার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বিশ্বকাপের বেশ কিছুদিন আগে। বর্তমানে অস্ত্রোপচারের অপেক্ষায় আছেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

টিমো ভার্নার (জার্মানি): আরবি লাইপজিগের স্ট্রাইকার টিমো ভার্নার ছিলেন জার্মানদের বিশ্বকাপ দলের অন্যতম সেরা সদস্য। তবে দল ঘোষণার ঠিক কয়েকদিন আগে গোড়ালির চোটে পড়েন তিনি। শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার।

মার্কো রয়েস (জার্মানি): ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জার্মানি। শিরোপাও ঘরে তুলেছিল সেবার। আর দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ব্রাজিল পাড়ি জমানোর আগে ইনজুরি ছিটকে দিয়েছিল বুরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড মার্কো রয়েসকে। ২০১৮ সালে বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও সেবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল জার্মানি। ২০২২ সালে এবার বিশ্বকাপ কাতারে, টুর্নামেন্টের ঠিক ১০ দিন আগে ইনজুরিতে ছিটকে গেলেন মার্কো রয়েস। বৃহস্পতিবার (১০ নভেম্বর) মার্কো রয়েসের ইনজুরিতে ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত হয়।

রিস জেমস (ইংল্যান্ড): বড় ইনজুরিতে পড়ে চেলসির ইংলিশ ডিফেন্ডার রিস জেমসের বিশ্বকাপ শেষ হয়ে যায় বিশ্বকাপের মাসখানেক আগে। হাঁটুর ইনজুরিতে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে এই ফুলব্যাক। শনিবার (১৫ অক্টোবর) অফিসিয়াল এক বিজ্ঞপ্তিতে জানায় চেলসি। ২২ বছর বয়সী রাইট ব্যাক উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এসি মিলানের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়েন। এরপর শনিবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চেলসি জানায় জেমস ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকছেন।

বেন চিলওয়েল (ইংল্যান্ড): চেলসির ইংলিশ ফুলব্যাক বেন চিলওয়েল ছিলেন গ্যারেথ সাউথগেটের পছন্দের এক খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত তাকে দলে ডাকতে পারেননি ইংলিশ কোচ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান এই তারকা।

ডিয়েগো জোটা (পর্তুগাল): কাতার বিশ্বকাপের এক মাসের থেকে কিছু বেশি সময় আগে দুঃসংবাদ আসে পর্তুগাল দলে। চোটে পড়ে বিশ্বকাপ থেকে টিকে গিয়েছেন লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলে খেলা পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জোটা। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ জানান পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে জোটার বেশ কয়েকমাস সময় লাগবে। যার ফলে তাকে পর্তুগাল পায়নি বিশ্বকাপে।

জিওভানি লো সেলসো (আর্জেন্টিনা): বিশ্বকাপের মূল দল ঘোষণার মাত্র দুইদিন আগে চোটের কারণে ছিটকে যান আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

সাদিও মানে (সেনেগাল): সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ এনে দেওয়ার পর নিশ্চিত করেন বিশ্বকাপে অংশগ্রহণও। প্রথমবারের মতো সেনেগালের আফ্রিকার সেরা মুকুট জয়ে সবচেয়ে বড় অবদান সাদিও মানের। আর দলকে বিশ্বকাপে নেওয়াতেও সবচেয়ে বেশি অবদান ছিল তারই। তবে বিশ্বকাপের মাত্র ১১ দিন বাকি থাকতে ইনজুরিতে পড়ে ছিটকে যান সাদিও মানে। তবুও ছিলেন সেনেগালের স্কোয়াডে। তবে শেষ পর্যন্ত আর সেরে উঠতে পারবেন না বলে বাদ পড়েছেন দল থেকে।

হোসে গায়া (স্পেন): স্পেনের মূল দলে ছিলেন হোসে গায়া। লুইস এনরিকের দলের বাঁ দিকের রক্ষণভাগটা সামলানোর দায়িত্ব পড়েছিল তার কাঁধেই। দলের সঙ্গে কাতারে গেলেও সেখানে অনুশীলনে গোড়ালির চোটে পড়েন এই ডিফেন্ডার। আর তাতেই শেষ হয়ে যায় বিশ্বকাপ। তার বদলি হিসেবে দলে ডাক পড়েছে বার্সেলোনার তরুণ ফুলব্যাক আলেহান্দ্রো বালদে।

সারাবাংলা/এসএস

ইনজুরি কাতার বিশ্বকাপ চোট ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর