বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা
২০ নভেম্বর ২০২২ ০৮:৪৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৪:০০
চোটে পড়ে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ কয়েকটি ম্যাচে খেলেননই করিম বেনজেমা। তখনই শঙ্কা জেগেছিল বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হবেন তো বেনজেমা? শেষ পর্যন্ত সেই শঙ্কাটিই সত্যি হয়েছে। বিশ্বকাপের মাত্র একদিন বাকি থাকতে চোট গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে দিল করিম বেনজেমাকে।
বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল। তারা বলেছে, ‘পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার ভাগীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
ব্যালন ডি অর জয়ী করিম বেনজেমা বা পায়ের ঊরুর পেশির চোটে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। ফ্রান্স দলে যোগ দিলেও প্রথম দুইদিন অনুশীলন করেননি। এরপর মাঠে অনুশীলনে নামার পরেই খোড়াতে খোড়াতে মাঠ ছাড়েন বেনজেমা। এরপরেই জানা গেল বিশ্বকাপ খেলা হচ্ছে না এই ফ্রেন্স তারকার।
এর আগে অনুশীলনের সময় লিগামেন্টে চোট পেয়ে ছিটকে যান আরেক স্ট্রাইকার ক্রিস্তোফার এনকুনকু। এবারের ফ্রেন্স দলে একের পর এক ইনজুরি আঘাত হেনেছে। বিশ্বকাপের চারদিন আগে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। এর আগে পল পগবা আর এনগোলো কান্তেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে।
সারাবাংলা/এসএস
করিম বেনজেমা কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন