Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার হয়ে বিপিএল খেলবেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৫:০৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৫:১৩

জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট ২৩ নভেম্বর। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর কাজে লেগে গেছে ফ্যাঞ্চাইজিগুলো। খুলনার মালিকানা পাওয়া মাইন্ডট্রি লিমিডেট যেমন ড্রাফটের আগেই চুক্তি করে ফেলল তামিম ইকবালের সঙ্গে।

খুলনার আইকন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে খুলনা টাইগার্স। ক্যাপশনে লিখা হয়েছে, ‘আসুন আমরা জনাব খান সাহেব দ্য ড্যাশার, তামিম ইকবালকে স্বাগত জানাই। তিনি প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের প্রথম অফিসিয়াল খেলোয়াড়। তিনি আমাদের দলের আইকন প্লেয়ারও।’

বিজ্ঞাপন

এবারের বিপিএল চলাকালে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগও চলবে। ফলে বড় তারকা বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। এর কারণে ক্রিকেটারদের সরাসরি চুক্তি করার বিষয়ে শিথিলতা দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। ইচ্ছামতো বিদেশি ক্রিকেটার চুক্তির স্বাধীনতা থাকছে এবার। সঙ্গে একজন করে দেশি ক্রিকেটারকেও আইকন হিসেবে ড্রাফটের আগে চুক্তি করতে পারবে দলগুলো।

এই সুযোগ কাজে লাগিয়ে আগে থেকেই ক্রিকেটারদের দলে ফেড়ানো শুরু করেছে দলগুলো। সিলেট যেমন দলে ভিড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে। সিলেট বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানকে। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে।

বিজ্ঞাপন

ফরচুন বরিশাল নতুন চুক্তি করেছ ক্রিস গেইলের সঙ্গে। আরেক ক্যারিবিয়ান রাখিম কর্ণওয়াল, আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত ও পাকিস্তানের মোহাম্মদ ইফতিখারের সাথেও চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল নবম বিপিএল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর