Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেনমার্কের পূর্ণ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২ ১৮:১৫

গত সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছিল ডেনমার্ক। তবে সেই চূড়ান্ত দল ছিল ২১ জনের। বিশ্বকাপের পূর্ণাঙ্গ স্কোয়াড হতে বাকি ছিল আরও ৫ জন। এক সপ্তাহ পরে এসে সেই ৫ জনের নামসহ মোট ২৬ জনের স্কোয়াড জানাল ডেনমার্ক।

ডেনমার্কের প্রধান কোচ ক্যাসপার হিউলমান্ড ইউরোপিয়ারন ফুটবল লিগের শেষ রাউন্ডের খেলার পর পূর্ণ ২৬ জনের তালিকা প্রকাশ করলেন।

২১ জনের স্কোয়াডের সঙ্গে আরও পাঁচজন ডাক পেয়েছেন। সেই পাঁচজন হলেন আরবি লাইপজিগ স্ট্রাইকার ইউসুফ পলসেন, ব্রেন্টফোর্ডের ক্রিশ্চিয়ান নরগার্ড। এছাড়া ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেডেরিক রনো, বেনফিকার আলেকজান্ডার বাহ এবং হফেনহেইমের মিডফিল্ডার রবার্ট স্কোভকে নিয়ে ২৬ জনের দল ঘোষণা ডেনমার্কের।

বিশ্বকাপের ডি গ্রুপে ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং তিউনিশার সঙ্গে আছে ডেনমার্ক। ২২ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডেনমার্কের বিশ্বকাপ। এরপর ২৬ নভেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর ৩০ নভেম্বর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এবারের বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছে ডেনমার্ক। এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবেও ডেনমার্ককে অনেকে আখ্যা দিয়েছে।

ডেনমার্কের চূড়ান্ত দল

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন), ফ্রেডেরিক রনো (ইউনিয়ন বার্লিন);

রক্ষণভাগ: সাইমন কেয়ার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেল (আতালান্তা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পোর), ভিক্টর নেলসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই), আলেকজান্ডার বাহ (বেনফিকা);

বিজ্ঞাপন

মধ্যমাঠ: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে-এমিল হজবার্গ (টটেনহ্যাম), ক্রিশ্চিয়ান নরগার্ড (ব্রেন্টফোর্ড), রবার্ট স্কোভ (হফেনহেইম);

ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুজ), জেসপার লিন্ডস্ট্রম (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রেথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ডামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভিএফএল উলফসবার্গ), ইউসুফ পলসেন (লাইপজিগ)।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ ডেনমার্ক দল ঘোষণা ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপের দল ঘোষণা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর