ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
১৩ নভেম্বর ২০২২ ১৩:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৩:৩৮
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে গড়াবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ।
ইংল্যান্ড একাদশ
জশ বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান এবং আদিল রশিদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড বনাম পাকিস্তান জশ বাটলার টপ নিউজ টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফাইনাল বাবর আজম বিশ্বকাপের ফাইনাল