Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ০০:৩২ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ০০:৪১

ইউরোপের শীর্ষ দলগুলো একে একে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়ামের মতো দলগুলো নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করে। এরপর বাংলাদেশ সময় মধ্যরাতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছে কোচ ফার্নান্দো সান্তোস।

এবারের বিশ্বকাপের এইচ গ্রুপে অবস্থান করছে পর্তুগাল। তাদের সঙ্গে এই গ্রুপে আরও আছে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে আর ঘানা। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের বিশ্বকাপ শুরু। এরপর ২৯ তারিখ উরুগুয়ে আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে অনুমেয় ভাবেই পর্তুগালের নেতৃত্বে থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তবে চমকে দিয়ে দলে সুযোগ হয়নি তরুণ মিডফিল্ডার রেনাতো সানচেজের। দলে অনুমেয় ভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভারা। আছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।

পর্তুগালের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্টা, রুই প্যাট্রিসিও, হোসে সা।

রক্ষণভাগ: জাও ক্যান্সেলো, দিয়োগো ডালোট, পেপে, রুবেন দিয়াজ, দানিলো পেরেইরা, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্দেজ, রাফায়েল গুয়েরো।

মধ্যমাঠ: উইলিয়াম, রুবেন নেভেন, পালিনহা, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেজ, বার্নার্দো সিলভা, জাও মারিও।

আক্রমণভাগ: ক্রিস্টিয়ানো রোনালদো, জাও ফেলিক্স, রাফায়েল লেওয়া, রিকার্দো হর্তা, আন্দ্রে সিলভা, গঞ্চালো রামোস।

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পর্তুগালের বিশ্বকাপ দল ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর