ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
১০ নভেম্বর ২০২২ ১৩:৩৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৬:৪৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড। এর আগে প্রথম সেমিফাইনালে ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এবার দ্বিতীয় ফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশব পন্ত (উইকেটরক্ষক), অক্ষত প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং অর্শদ্বীপ সিং।
জশ বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান এবং আদিল রশিদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টপ নিউজ টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দ্বিতীয় সেমিফাইনাল ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল