Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারানকে নিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ০৯:৫৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৩:৪৭

ইনজুরির কারণে ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ এনে দেওয়া পল পগবা, এনগোলো কান্তে ছিটকে গেছেন। শঙ্কা জেগেছিল সেবার ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডিফেন্ডার রাফায়েল ভারানেরও ছিটকে যাওয়ার। তবে ইনজুরি থাকা স্বত্বেও তাকে ২৫ জনের দলে সুযোগ দিয়েছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম্প। আর অনুমেয় ভাবেই দলে আছেন করিম বেনজেমা, কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যানরা।

তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল মিডফিল্ডার এডুয়ার্ড কামাভিঙ্গা। তবে রিয়ালের একাদশে নিয়মিত হলেও ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডির।

বিজ্ঞাপন

তবে দলে ঠিকই সুযোগ হয়েছে অলিভিয়ের জিরুডের। এসি মিলানের হয়ে দারুণ ছন্দে আছেন এই স্ট্রাইকার। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি হেনরির ৫১ গোলের রেকর্ড ছোঁয়া থেকে দুই গোল কম নিয়ে দুইয়ে আছেন জিরুড।

এবারের বিশ্বকাপে গ্রুপ ডি’তে আছে ফ্রান্স। তাদের সঙ্গে বাকি তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ নভেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফ্রান্সের ২৫ সদস্যের দল

গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার্স), আলফোন্সো অ্যারিওলা (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), স্টিভ মানদানা (রেন)

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও হার্নান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিমপেম্বে (পিএসজি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলেস কুন্দে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়ত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গিনদোজি (অলিম্পিক মার্শেই), আদ্রিয়েন র‍্যাবিয়ট (জুভেন্টাস), অরলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জর্দান ভেরেতুত (অলিম্পিক মার্শেই)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোম্যান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের জিরুড (এসি মিলান), অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) এবং ক্রিস্তোফার এনকুনকু (আরবি লাইপজিগ)।

সারাবাংলা/এসএস

করিম বেনজেমা কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ কিলিয়ান এমবাপে ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্সের দল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর