Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপা লিগ ড্র: ম্যানচেস্টার ইউনাইটেড পেল বার্সেলোনাকে

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২২ ১৯:১৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২২ ১৯:১৮

উয়েফা ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) ড্র’তে কঠিন পরীক্ষার মুখে বার্সেলোনা। প্লে-অফে কাতালানরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ইউরোপা লেগে অবনমিত হয়েছে বার্সেলোনা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে অবনমিত হলো বার্সেলোনা। গেল মৌসুমের সেমিফাইনালে এঞ্চ্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ঘরের মাঠে হেরে থামতে হয়েছিল বার্সাকে। এবার ইউরোপা লিগের প্লে-অফেই মুখোমুখি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের।

বিজ্ঞাপন

এদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জুভেন্টাস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব নতেঁকে। বরাবরই চ্যাম্পিয়নস লিগে চমক দেখানো আয়াক্স খেলছে এবার ইউরোপা লিগে। তাই এ লিগেও আকর্ষণ থাকছে সমর্থকদের। আর এ আসরের সেরা দল সেভিয়া তো থাকছেই।

সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় প্লে-অফ পর্বের ড্র। সেখানে প্রথমেই ওঠে বার্সেলোনার নাম। তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইউনাইটেডকে। এরপর জুভেন্তাস প্রতিপক্ষ হিসেবে পায় ফরাসি লিগ ওয়ানের দল নতেঁকে।

ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়ার প্রতিদ্বন্দ্বী পিএসভি আইন্দহোভেন। শাখতার দোনেস্ক মুখোমুখি হবে রেনেঁর। বায়ার লিভারকুসেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মোনাকোকে।

ডাচ ক্লাব আয়াক্স লড়বে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। গত মৌসুমের উয়েফা কনফারেন্স কাপ জয়ী রোমা খেলবে এফসি সলজবার্গের বিপক্ষে। পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের প্রতিপক্ষ মিডটজিল্যান্ড।

ইউরোপা লিগের শেষ ষোলোতে যারা মুখোমুখি হচ্ছে—

বিজ্ঞাপন

বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্তাস বনাম নতেঁ

স্পোর্টিং লিসবন বনাম মিডটজিল্যান্ড

শাখতার দোনেস্ক বনাম রেনেঁ

আয়াক্স বনাম ইউনিয়ন বার্লিন

বায়ার লেভারকুজেন বনাম মোনাকো

এফসি সালজবার্গ বনাম রোমা

সেভিয়া বনাম পিএসভি আইন্দহোভেন

সারাবাংলা/এসএস

ইউরোপা লিগ ড্র উয়েফা ইউরোপা লিগ ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড রবার্ট লেভান্ডোফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর