জিম্বাবুয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত
৬ নভেম্বর ২০২২ ১৮:০৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৮:২০
সূর্যকুকার যাদব ঝড়ে ১৮৫ রান তুলেছিল আগে ব্যাটিং করতে নামা ভারত। ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে এতো রান তাড়া করার সম্ভবনাই জাগাতে পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। যাতে ৭১ রানের বড় জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করল ভারত।
তাতে সেমিফাইনালের প্রতিপক্ষও ঠিক হয়ে গেল ভারতের। গ্রুপ ‘১’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলো গ্রুপ ‘২’এ। সে হিসেবে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। অপর সেমিতে মুখোমুখি হবে গ্রুপ ‘১’ এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও গ্রুপ ‘২’ এর রানার্সআপ পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল তখনই। তবে গ্রুপ সেরা হতে হলে জিম্বাবুয়েকে হারাতেই হতো রোহিত শর্মাদের। সেমির আগে দুর্দান্ত পারফর্মই করে দেখালো ভারত।
রোববার (৬ নভেম্বর) মেলবোর্নে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বড় টার্গেটের পেছনে ছুটেছে ভারত। রোহিত শর্মা (১৩ বলে ১৫) আজ বেশিদূর এগুতে পারেননি। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিও বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ২৬ রান করে আউট হয়েছেন তিনি।
তবে ওপেনার লোকেশ রাহুল ও চারে নামা সূর্যকুমার যাদব রীতিমতো ঝড় তুলেছেন ব্যাট হাতে। ইনিংসের ১২তম ওভারে ক্রিজে নামা যাদব যতক্ষণ ক্রিজে ছিলেন জিম্বাবুয়ের বোলারদের মনে হয়েছে অসহায়! মাত্র ২৫ বলে ৬টি চার ৪টি ছয়ে ৬১ রান করেছেন তিনি। রাহুল ৩৫ বলে তিনটি করে চার,ছয়ে করেছেন ৫১ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানে থামে ভারত।
পরে এতো বড় স্কোরের জবাব দিতে নেমে শুরুতে থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। ১৭.২ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় আফ্রিকান দলটি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলা সিকান্দার রাজা ২৪ বলে ৩৪ রান করেছেন। অলরাউন্ডার রায়ান বার্ল ২২ বলে করেন ৩৫ রান।
ভারতের হয়ে ২২ রানে তিন উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস