শান্ত-আফিফে ভর করে বাংলাদেশের পুঁজি ১২৭
৬ নভেম্বর ২০২২ ১১:৪৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৩:৩০
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে রান ছিল ৭০ সেখানে পরের ১০ ওভারে ৫৭ রান তুলতে ৭ উইকেট হারায় টিম টাইগার্স। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের পুঁজি ১২৭ রানের। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শান্ত আর আফিফ হোসেন অপরাজিত থাকেন ২৪ রানে।
অঘোষিত কোয়ার্টার ফাইনাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটি। এই ম্যাচ থেকে জয়ী দল ভারতের সঙ্গী হয়ে খেলবে সেমিফাইনাল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের বেশ ভালোই সামলাচ্ছিলেন লিটন-শান্ত। তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে আফ্রিদিকে তেড়ে মারতে গিয়েছিলেন লিটন। তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা শান মাসুদের হাতে গিয়ে জমা পড়ে লিটন দাস। এতেই ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে আসেন সৌম্য সরকার। শান্তকে সঙ্গে নিয়ে ধীরে ধীরেই ব্যাট চালাচ্ছিলেন সৌম্য। তবে নিজের ব্যাটিংয়ে কিছুতেই তৃপ্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি। বারবার হতাশা বেরিয়ে আসে সৌম্যর। তবে শান্তও বলে বলে রান তুলছিলেন আর দলের রানের চাকাও সচল রেখেছিলেন। ইনিংসের প্রথম ১০ ওভারে ৭০ রান তুলেছিল বাংলাদেশ। সে সময় মনে হচ্ছিল বড় সংগ্রহই গড়তে যাচ্ছে বাংলাদেশ।
বিপত্তি ঘটে পানি পানের বিরতির পর। ১১তম ওভারের শাদাব খানের করা চতুর্থ বলে রিভার্স সুইপ করে বল হাওয়ায় তুলে দেন সৌম্য আর তা লুফে নেন শাদাব খান। দীর্ঘক্ষণ ধরে উইকেট নেওয়ার প্রচেষ্টা সফল হয় পাকিস্তানের। ভাঙে ৫২ রানের জুটি। সৌম্য সরকার ফেরেন ১৭ বলে একটি চার ও ছয়ে ২০ রান করে। এরপর উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আল হাসানকে কিছুটা দুর্ভাগা বলতেই হয়। উইকেটে এসে প্রথম বলেই একটু এগিয়ে এসে শট খেলতে যান সাকিব তবে বল গিয়ে লাগে সাকিবের সামনের পায়ে। পাকিস্তানের খেলোয়াড়রা জোরাল আবেদন না করলেও আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করেই এলবিডাব্লিউতে আউট দেন সাকিবকে। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। সেখানে স্পষ্ট দেখা যায় বল সাকিবের পায়ে লাগার আগেই ব্যাট ছুঁয়ে গেছে। তবে থার্ড আম্পায়ার জানান দেন ব্যাট বলে নয় লেগেছে মাটিতে। এতেই সাকিব আল হাসানকে ফিরতে হয় প্রথম বলেই। বাংলাদেশ ৭৩ রানে হারায় ৩ উইকেট।
এরপরেই ধস বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। বাকিদের ভেতর কেবল দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন আফিফ হোসেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ১১ বলে ৫, নুরুল হাসান সোহান ৩ বলে শূন্য, তাসকিন আহমেদ ৫ বলে ১ রান করেন। অর্থাৎ শেষ ৭ ব্যাটার মিলে করেছেন মাত্র ৩৭ রান। এতেই বাংলাদেশের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান।
পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া দুটি উইকেট নেন শাদাব খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস