ফিফটি করেই ফিরলেন শান্ত
৬ নভেম্বর ২০২২ ১১:১৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৩:০২
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা দারুণ হলেও পাওয়ার প্লে’তেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হাসান শান্তর ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ফিফটিও। তবে এরপরেই ইফতিখারের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত।
লিটন দাসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লে’তে দেখে শুনে খেলতে থাকেন শান্ত। তবে শুরুতেই লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটিয়ে ওঠেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে পূর্ণ করেন ফিফটিও।
এরপর শান্ত ব্যাট ছোটান ব্যক্তিগত ফিফটির দিকে। ইনিংসের ১৩তম ওভারে এসে ফিফটি পূরণ করেন নাজমুল হোসেন শান্ত। তবে ফিফটির পরেই ফিরতে হয় শান্তকে। ১৪তম ওভারের দ্বিতীয় বলে ইফতিখার আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। দলীয় ৯১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৭টি চারে ৫৪ রান করে ফেরেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে এটি শান্তর দ্বিতীয় ফিফটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম পাকিস্তান সুপার টুয়েলভ