পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
৬ নভেম্বর ২০২২ ০৯:৪২ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১১:১৩
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে মহারণে মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দলে এদিন তিনটি পরিবর্তন এসেছে। দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বিও। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ