Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল পায়ে গিনেস রেকর্ডে বান্দরবানের প্রেন চ্যং ম্রো

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ২১:১২ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ২১:২০

এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবলে পায়ের টোকা (টো ট্যাপ) দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বান্দরবানের তরুণ প্রেন চ্যং ম্রো। ফুটবলে মিনিটে সর্বোচ্চ ২০৮ বার পায়ের টোকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

আগের রেকর্ডটি ছিল কুমিল্লার কনক কর্মকারের দখলে। মিনিটে ১৯৭ বার টোকা দিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। অবশ্য এর মধ্যে মুন্তাকিমুল ইসলাম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মিনিটে ২০৭ বার বলে টোকা দিতে সক্ষম হয়েছিলেন। তবে প্রেন চ্যং ম্রো তাকে ডিঙিয়ে যাওয়ায় রেকর্ড হয়েছে তার নামেই।

বিজ্ঞাপন

গত ৩ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘মোস্ট ফুটবল (সকার) টো ট্যাপস ইন ওয়ান মিনিট’ ক্যাটাগরিতে আগের রেকর্ডকে চ্যালেঞ্জ করেছিলেন প্রেন চ্যং ম্রো। মাসখানিক পর গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাকে প্রামাণ্য চিত্র উপস্থাপন করার তাগিদ দেয়।

প্রয়াজনীয় প্রামাণ্য চিত্র এবং দলিলপত্র পাঠিয়ে দেন  প্রেন চ্যং ম্রো। তারপর প্রায় মাস খানেকের নীরবতা। অবশেষে গত বুধবার গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ই-মেইলে তাকে রেকর্ড ভঙ্গকারী হিসেবে স্বীকৃতির বিষয়টি জানায়। বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এক মিনিটে সর্বোচ্চবার ফুটবলে পায়ের টোকা দেওয়ার সংখ্যাটি হচ্ছে ২০৮, যেটি অর্জন করেছেন প্রেন চ্যং ম্রো। চলতি বছরের ২৪ এপ্রিল তিনি এটি অর্জন করেন।

প্রেন চ্যং ম্রোর বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ঝোক, জেলা ও বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ে খেলেছেন। এখন ঢাকার বিসিএল ও চট্টগ্রামের প্রিমিয়ার লিগে খেলেন প্রেন চ্যং ম্রো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রেন চ্যং ম্রো