Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটাই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ১৩:৫১ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ১৪:১২

সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভবনা সত্যি না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো বাংলাদেশের এক ম্যাচ বাকি আছে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। তবে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট।

অবশ্য পরিসংখ্যানও তেমন কথাই বলছে। ২০০৭ সালের প্রথম আসর থেকে শুরু করে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছে বাংলাদেশ। অথচ নকআউট পর্বে জয় ছিল মাত্র একটা। সেটাও সেই ২০০৭ সালে পাওয়া।

বিজ্ঞাপন

নক আউটে গত ছয় আসরের জয়ক্ষরা ঘুচিয়ে এবার ইতোমধ্যেই দুটি জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জেতার পর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জিতেছে সাকিব আল হাসানের দল। শক্তিশালী ভারতের বিপক্ষেও জয়ের সম্ভবনা জেগেছিল। ডিএল ম্যাথডে শেষ পর্যন্ত হারতে হয়েছে ৫ রানে।

পরিসংখ্যানের প্রতিধ্বনী শোনা গেল শ্রীরামের মুখে। অ্যাডিলেডে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। বাংলাদেশ কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।’

রাসেল ডমিঙ্গোকে হেড কোচের পদ থেকে সরিয়ে শ্রীধরন শ্রীরামকে হঠাৎ করেই টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। শ্রীরামের অধিনে এর আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এখন চলছে বিশ্বকাপ।

বিজ্ঞাপন

ভারতীয় এই কোচ বলছেন, বাংলাদেশের জন্য এটা নতুন শুরু, ‘আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষেও এভাবে হেরেছি, কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখছি। অতীত নিয়ে থাকি না, এটাকে নতুন শুরু হিসেবে দেখি। অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ শ্রীধরন শ্রীরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর