আইরিশদের হারিয়ে নিউজিল্যান্ডের সেমিতে এক পা
৪ নভেম্বর ২০২২ ১৪:০৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২২ ১৭:২৮
১৮৫ রানের বড় টার্গেটের জবাব দিতে নেমে ৮ ওভারেই বিনা উইকেটে ৬৮ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে তখন কেউ কেউ আরেকটা অঘটনের রোমাঞ্চও অনুভব করছিলেন হয়তো! তবে নিউজিল্যান্ডের দুই স্পিনার মিসেল স্যান্টনার ও ইশ শোধি রোমাঞ্চ আর বাড়াতে দেননি। দুজনের দারুণ বোলিংয়ের বিপরীতে দারুণ শুরুটা পরে আর টেনে নিতে পারেনি আয়ারল্যান্ড। আইরিশরা থেমে গেছে ১৫০ রানে। যাতে ৩৫ রানের জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেল নিউজিল্যান্ড।
পাঁচ ম্যাচ খেলা কিউইদের পয়েন্ট এখন ৭। চার ম্যাচ খেলা গ্রুপের অপর দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট ৫। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ জিতলে তাদের পয়েন্টও হবে ৭। তবে রান রেটের হিসেবে অনেকটাই এগিয়ে আছে নিউজিল্যান্ড। সে হিসেবে সেমিফাইনালে এখন পরিস্কার ব্যবধানে এগিয়ে কিইউরা।
শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেডে ১৮৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই আক্রমণের পথ বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করতে থাকা পল স্টার্লিং আজ বড় দলের বিপক্ষেও শুরুতে স্টোকের ফুলঝুরি ছুটিয়েছেন। অপর দিকে অধিনায়ক অ্যান্ডি বালবার্নি তাকে সঙ্গ দিয়েছেন দুর্দান্ত।
নবম ওভারের প্রথম বলে মিসেল স্যান্টনারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান ২৫ বলে ৩০ রান করা বালবার্নি। পরের ওভারে স্টার্লিংকে ফেরান ইশ শোধি। তাতেই যেন ছন্দপতন।
এরপর আয়ারল্যান্ডের নতুন ব্যাটারদের সমন্বিত আক্রমণ করেছে নিউজিল্যান্ডের পেস স্পিন বিভাগ। সেই আক্রমণে টিকতে পারেনি আইরিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমেছে আয়ারল্যান্ড।
পল স্টার্লিং ২৭ বলে ৩টি চার ১টি ছয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন। নিউজিল্যান্ডের পক্ষে ২৭ বলে ৩ উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। দুটি করে উইকেট নিয়েছেন মিসেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসটা গড়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৯তম ওভারে হ্যাটট্রিক করেছেন আয়ারল্যান্ডের পেসার জশ লিটল। কিন্তু তার আগেই কাজের কাজ করে ফেলেন কিউইরা।
শুরুতে আজও ঝড় তুলেছিলেন অ্যালন ফিনলে। মাত্র ১৮ বলে ৩২ রান করার পর ফিনলে ফিরলে তিনে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন উইলিয়ামসন। ৩৫ বলে ৬১ রান করেছেন ৫টি চার ৩টি ছয়ের সাহায্যে। এছাড়া ডেভন কনওয়ে ৩৩ বলে ২৮ ও শেষ দিকে ডারলে মিচেল ২১ বলে ৩১ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। জশ লিটল ২২ রানে নিয়েছেন তিন উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস