বুমরাহ কেন আসছেন না বাংলাদেশে জানালেন বিসিসিআই নির্বাচক
১ নভেম্বর ২০২২ ১৪:৪৪ | আপডেট: ১ নভেম্বর ২০২২ ১৪:৪৫
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় নেই ভারতের পেস বোলিং নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ। ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বুমরাহর ফিট হয়ে মাঠে ফেরার কথা থাকলেও তাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। এর মধ্যেই চোটে পড়ে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি বুমরাহ।
সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। সেখানে ভারতের পূর্ণশক্তির দল থাকলেও সেখানে নেই জাসপ্রিত বুমরাহ। কেন বুমরাহ নেই সে ব্যাপারে বিসিসিআই নির্বাচক চেতন শর্মা খোলাসা করেছেন।
বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা ভারতের
বিসিসিআই নির্বাচক বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমরা খুব ভালোভাবেই খেয়াল করি। বিশ্বকাপের আগে আমরা জাসপ্রিত বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করেছিলাম। এখন তাকে ছাড়াই আমরা বিশ্বকাপ খেলছি। এনসিএ এবং মেডিক্যাল টিম তার দেখাশোনা করছে। তবে বাংলাদেশের বিপক্ষে আমরা একটু সচেতন। আমরা একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইনি।’
বাংলাদেশ-ভারতের এই সিরিজটি শুরু হতে যাচ্ছে ওয়ানডে দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এই ম্যাচ শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল।
তারপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় দলের।
দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজটি আইসিসি’র সুপার লিগের অংশ নয় তবে দুই ম্যাচের টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচগুলো শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।
ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশব পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।
ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশব পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস