Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে সেমির লড়াই জমিয়ে তুলল দ. আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ২১:১৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২১:২৫

ব্যাটিং ব্যর্থতার পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ হাতে এসেছিল ভারতের। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে হলো ম্যাচ মিস এবং রান আউটের সুযোগ নষ্ট। যাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা হয়নি রোহিত শর্মার দলের। বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের এই জয়ে জমে উঠল সুপার টুয়েলভের গ্রুপ ‘টু’ এর সমীকরণ। তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের দুই নম্বরে। বাংলাদেশ, জিম্বাবুয়ে, পাকিস্তান ও নেদারল্যান্ডস যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে। এই মুহূর্তে সেমিফাইনালের দৌড়ে পরিস্কার এগিয়ে দক্ষিণ আফ্রিকা ও ভারত। বলা যায়, বড় কোনো ওলট-পালট না হলে এই গ্রুপ থেকে সেমিফাইনাল খেলবে এই দুই দল।

বিজ্ঞাপন

রোববার (৩০ অক্টোবর) পার্থে ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াই বেশ রোমাঞ্চ ছড়াল। শক্ত ব্যাটিং লাইনআপ নিয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারত শুরু থেকেই ধুঁকেছে। ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। তারপরও দলটি শেষ পর্যন্ত ১৩৩ রানের বলার মতো একটা স্কোর পেলো মূলত সূর্যকুমার যাদবের ব্যাটে।

অনেকক্ষণ একপ্রান্ত আগলে রেখে ৬টি চার ৪টি ছয়ে ৪০ বলে ৬৮ রান করেন। ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থেমেছে ১৩৩ রানে। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ২৯ বলে ৪ উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে শুরুতে চাপে পরে যায় দক্ষিণ আফ্রিকাও। ২৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। শুরুতে তিন উইকেট পরে যাওয়ার পর মিডল ওভারগুলোতে রান তুলতে ভুগছে প্রোটিয়াসরা। দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও ডেভিড মিলার ঠিকভাবে এগুতে পারছিল না। একটা সময় ভারতের দিকেই ম্যাচে অনেকটা হেলে পরে।

বিজ্ঞাপন

কিন্তু পর পর দুই বড় দুটি ভুল করা ভারত শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার যখন ৪৯ বলে ৭১ রান প্রয়োজন তখন মার্করামের সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। বোলার রবিচন্দ্রন অশ্বিনের চোখেমুখে তখন বিস্ময়। ধারাভাষ্যকারদেরও বিস্ময়, কোহলির মতো ফিল্ডারও এমন ক্যাচ ছাড়তে পারে!

খানিক বাদে ডেভিড মিলারের আর একটা সহজ রান আউটের সুযোগ মিস করেছেন রোহিত শর্মা। পরে সেই মার্করাম আর মিলারই জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে।

১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৭ রান তুলে ফেলেন প্রোটিয়ারা। মার্করাম ৪১ বলে ৬টি চার ১টি ছয়ে ৫২ রান করেন। ডেভিড মিলার শেষ পর্যন্ত ৪৬ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৯ রান করে অপরাজিত ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বিরাট কোহলি রোহিত শর্মা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর