Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম পয়েন্টের দেখা পেল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ১৬:৩২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৬:৪১

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে মাত্র ৯১ রানেই আটকে রেখে জয়ের রাস্তা পাকা করে রেখেছিল পাকিস্তান। পরে মোহাম্মদ রিজওয়ান খেললেন কার্যকরী এক ইনিংস। দুই মিলিয়ে প্রত্যাশিত জয়ই পেয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। তবে পাকিস্তানের একটা আক্ষেপ থেকেই গেল। আজও রান পেলেন না বাবর আজম।

সুপার টুয়েলভে পাকিস্তানের এটা প্রথম জয়। তাতে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে বাবর আজমের দল। বিশ্বকাপে পর পর দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা আগেই কঠিন করে রেখেছে পাকিস্তান। এখন সেমিফাইনালে যেতে হলে শুধু নিজেদের সব ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের জয়ের আশাও করতে হবে পাকিস্তানকে। অন্য দলের বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে নয়, তবে নিজেদের ম্যাচগুলোতে জয় তুলে নেওয়ার বিষয়টি তো নিজেদের হাতেই। নেদারল্যান্ডসের বিপক্ষে এই কাজটা বেশ ভালোভাবেই শেষ করতে পারল পাকিস্তান।

বিজ্ঞাপন

রোববার (৩০ অক্টোবর) পার্থে নেদারল্যান্ডসের ৯১ রানের জবাব দিতে নেমে শুরুতেই বাবরকে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে এখন ব্যাট হাসেনি পাকিস্তান অধিনায়কের।  মনে করা হচ্ছিল, দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে বাবরের রানে ফেরার ভালো সুযোগ। কিন্তু ভাগ্য সেই সুযোগ নিতে দেয়নি।

৫ বলে ৪ রান করার পর রান আউট হয়েছেন বাবর। তারপর দ্বিতীয় উইকেটে দলে ফেরা ফখর জামানের সঙ্গে বেশ শক্ত একটা জুটি গড়েন রিজওয়ান। তিনে নেমে ফখর অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি, আউট হয়েছেন ১৬ বলে ২০ রান করে। তারপর শান মাসুদকে নিয়ে এগুচ্ছিলেন রিজওয়ান।

বিজ্ঞাপন

পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হয়েছেন ফিফটি পূর্ণ হওয়ার ১ রান আগে। ৩৯ বলে ৫টি চারের সাহায্যে ৪৯ রান করেছেন রিজওয়ান। খানিক বাদে শান মাসুদও ফিরেছেন, তবে তাতে জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। বাকি কাজটা সেরেছেন শাদাব খান ও ইফতেখার আহমেদ। ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ৯৫ রান তুলে ফেলে পাকিস্তান।

এর আগে পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্ট বোলিং করেছেন দুর্দান্ত। ইনজুরি থেকে ফেরা শাহিন শাহ আফ্রিদির বোলিং নিয়ে সমালোচনা হচ্ছিল। শাহিনও আজ বেশ ভালো বোলিং করেছেন।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ রান করেছেন। পাকিসানের পক্ষে শাদাব খান ২২ রানে নিয়েছেন তিন উইকেট। ১৫ রানে দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

শাহিন শাহ আফ্রিদি ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৯। নাসিম শাহও চার ওভারে ১ উইকেট পেয়েছন ১১ রান খরচায়। হারিস রউফ ৩ ওভারে ১০ রানে নিয়েছেন একটি উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর