নেদারল্যান্ডসকে একশর আগেই আটকে দিল পাকিস্তান
৩০ অক্টোবর ২০২২ ১৫:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:১৬
সেমিফাইনালে যেতে হলে শুধু নিজেদের সব ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের জয়ের আশাও করতে হবে পাকিস্তানকে। অন্য দলের বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে নয়, তবে নিজেদের ম্যাচগুলোতে জয় তুলে নেওয়ার বিষয়টি তো নিজেদের হাতেই। নেদারল্যান্ডসের বিপক্ষে এই কাজটা বেশ ভালোভাবেই করছে পাকিস্তান। আগে বোলিং করতে নেমে শক্তির বিচারে পিছিয়ে থাকা ডাচদের ৯১ রানেই আটকে রেখেছে পাাকিস্তান।
রোববার (৩০ অক্টোবর) পার্থে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস। তারপর শুরু থেকেই ভুগেছেন ডাচরা। পাকিস্তানের পুরো বোলিং আক্রমণই আজ দুর্দান্ত পারফর্ম করেছে। ইনজুরি থেকে ফেরা শাহিন শাহ আফ্রিদির বোলিং নিয়ে সমালোচনা হচ্ছিল। শাহিনও আজ বেশ ভালো বোলিং করেছেন।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ রান করেছেন। পাকিসানের পক্ষে শাদাব খান ২২ রানে নিয়েছেন তিন উইকেট। ১৫ রানে দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।
শাহিন শাহ আফ্রিদি ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৯। নাসিম শাহও চার ওভারে ১ উইকেট পেয়েছন ১১ রান খরচায়। হারিস রউফ ৩ ওভারে ১০ রানে নিয়েছেন একটি উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস