শুরুতেই তাসকিনের জোড়া আঘাত
৩০ অক্টোবর ২০২২ ১১:১১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১১:৩২
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের পেস তোপের মুখে পড়েছে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই ওয়েসলি মাধেভেরকে তুলে নেওয়ার পর তৃতীয় ওভারে তুলে নেন ক্রেইগ আরভিনকেও। এতেই জিম্বাবুয়ে মাত্র ১৭ রানে হারিয়েছে দুই ওপেনারকে।
বল হাতে ইনিংসের প্রথম বল ডট দেন তাসকিন আহমেদ। পরের বলটি কাভার দিয়ে বাউন্ডারি হাঁকান ওয়েসলি মাধেভের। তৃতীয় বলটিও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন মাধেভের কিন্তু টপ এজ হয়ে ডিপ থার্ডে মোস্তাফিজুর রহমানের তালুবন্দি হন মাধেভের। মাত্র ৪ রানেই উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের।
শান্তর ফিফটিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি
এক ওভার বিরতিতে আবারও বল হাতে আসেন তাসকিন।। এবার তৃতীয় বলে তাকে বাউন্ডারি হাঁকান ক্রেইগ আরভিন। পরের বলটি অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে দেন তাসকিন আর সেই বল তেড়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি হন আরভিন। ৭ বলে দুই বাউন্ডারিতে ৮ রান করে ফেরেন তিনি। জিম্বাবুয়ে ১৭ রানে হারায় দ্বিতীয় উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি ৪ ওভারে ২ উইকেটে ২৪ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। মিল্টন শুম্বা ১০ বলে ৭ আর শন উইলিয়ামস ৪ বলে ১ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন:
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
শান্তর ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
শান্তর ফিফটি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে