Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২২ ০৮:৩৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১০:১৬

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বদলে এদিন একাদশে জায়গা করে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ের একাদশেও। লুক জঙইয়ির বদলে একাদশে এদিন জায়গা করে নিয়েছেন টেনডাই চাতারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।

জিম্বাবুয় একাদশ

ওয়েসলি মাধেভের, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাবাহ (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, রিচার্ড এনগ্রাভা এবং ব্লেসিং মুজারবানি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ একাদশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর