শ্রীলংকাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড
২৯ অক্টোবর ২০২২ ১৮:১০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:২৪
আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় বিপদে পড়া নিউজিল্যান্ডকে অনেকটা একাই চ্যালেঞ্জিং স্কোর পাইয়ে দিয়েছিলেন গ্লেন ফিলিপস। পরে বল হাতে রীতিমতো আগুন ঝড়ালেন ট্রেন্ট বোল্ট। দুই মিলিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেল শ্রীলংকা।
শনিবার (২৯ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৬৫ রানে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ে আপাতত গ্রুপ ‘ওয়ান’ এ পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৩। আফগানিস্তানের বিপক্ষে কিউইদের প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
নিউজিল্যান্ডের ১৬৭ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই কিউই পেসে ভুগেছে শ্রীলংকা। প্রথম ওভারের পঞ্চম বলেই পাথুম নিশাঙ্কাকে ফেরান টিম সাউদি। এরপর লংকানদের কোমড় ভাঙার মূল দায়িত্বটা পালন করতে চাইলেন ট্রেন্ট বোল্ট। আট রানের ব্যবধানে লংকানদের আরও তিন উইকেট তুলে নেন বোল্ট।
দলীয় ৮ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। শুরুর ঝড়ের পর আর কোমড় তুলে দাঁড়াতেই পারেনি দলটি। ভানুকা রাজাপক্ষে ও অধিনায়ক দাসুন শানাকা খানিক চেষ্টা করেছেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।
১৯.২ ওভারে ১০২ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। রাজাপক্ষে ২২ বলে ৩৪ ও শানাকা ৩২ বলে ৩৫ রান করেন। বোল্ট শেষ পর্যন্ত ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ইশ শোধি ও মিচেল স্যান্টনার।
এর আগে গ্লেন ফিলিপসের কল্যাণে ১৬৭ রানের বড় স্কোর গড়তে পেরেছে নিউজিল্যান্ড। ১৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের স্কোর দশ ওভারে শেষে ছিল ৫৪ রানে তিন উইকেট। সেই নিউজিল্যান্ড কিনা শেষ পর্যন্ত থামল ১৬৭ রানে! পুরোটাই তরুণ গ্লেন ফিলিপসের কল্যাণে।
একপ্রান্ত ধরে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর পাইয়ে দিয়েছেন ফিলিপস। ৬৪ বলে ১০টি চার ৪টি ছয়ে ১০৪ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে এটা দ্বিতীয় সেঞ্চুরির ঘটনা। এর আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।
শ্রীলংকার হারে পাথুম নিশাঙ্কা আজ রাতে ঘুমাতে পারবেন কিনা সন্দেহ! শুরুতেই তিন উইকেট হারিয়ে কঠিন চাপে পড়া নিউজিল্যান্ড ফিলিপসকে হারাতে পারত সপ্তম ওভারেই। কিন্তু হাসারাঙ্গার বলে লং অফে ফিলিপসের সহজ ক্যাচ ছেড়েছেন নিশাঙ্কা। নিউজিল্যান্ডের রান তখন ৩০, ফিলিপসের ১৩।
‘জীবন’ পাওয়া সেই ফিলিপসই পরে কচুকাটা করেছেন লংকান বোলারদের। বলতে গেলে নিউজিল্যান্ডের পুরো ইনিংসটিই তার একার হাতে গড়া। শুরুতে বিপদে পড়া দলকে তুলতে অনেকক্ষণ রয়েসয়ে খেলেছেন। পরে ঝড় তুলেছেন, থেমেছেন সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর। ততক্ষণে চ্যালেঞ্জিং স্কোর পেয়ে গেছে নিউজিল্যান্ড।
২০তম ওভারের চতুর্থ বলে ফিরেছেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডারওয়েল মিচেল। ২৪ বলে করেছেন ২২ রান। শ্রীলংকার হয়ে ২৩ রানে দুই উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস