ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ১৬৭
২৯ অক্টোবর ২০২২ ১৫:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৬:১৬
ইনিংসের চার ওভার যেতেই মাত্র ১৫ রানে নিউজিল্যান্ডের তিন উইকেট নেই। দুই ওপেনারের সঙ্গে এই তিন ব্যাটারের অপরজন অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেটও ছিল। সেখান থেকে কতদূরে যেতে পারত নিউজিল্যান্ড? প্রথম দশ ওভার শেষে কিউেইদের স্কোর ছিল ৫৪/৩। সেই নিউজিল্যান্ড কিনা শেষ পর্যন্ত থামল ১৬৭ রানে! পুরোটাই তরুণ গ্লেন ফিলিপসের কল্যাণে।
একপ্রান্ত ধরে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর পাইয়ে দিয়েছেন ফিলিপস। ৬৪ বলে ১০টি চার ৪টি ছয়ে ১০৪ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে এটা দ্বিতীয় সেঞ্চুরির ঘটনা। এর আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।
শ্রীলংকা আজ শেষ পর্যন্ত হেরে গেল পাথুম নিশাঙ্কা রাতে ঘুমাতে পারবেন কিনা সন্দেহ! শুরুতেই তিন উইকেট হারিয়ে কঠিন চাপে পড়া নিউজিল্যান্ড ফিলিপসকে হারাতে পারত সপ্তম ওভারেই। কিন্তু হাসারাঙ্গার বলে লং অফে ফিলিপসের সহজ ক্যাচ ছেড়েছেন নিশাঙ্কা। নিউজিল্যান্ডের রান তখন ৩০, ফিলিপসের ১৩।
‘জীবন’ পাওয়া সেই ফিলিপসই পরে কচুকাটা করেছেন লংকান বোলারদের। বলতে গেলে নিউজিল্যান্ডের পুরো ইনিংসটিই তার একার হাতে গড়া। শুরুতে বিপদে পড়া দলকে তুলতে অনেকক্ষণ রয়েসয়ে খেলেছেন। পরে ঝড় তুলেছেন, থেমেছেন সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর। ততক্ষণে চ্যালেঞ্জিং স্কোর পেয়ে গেছে নিউজিল্যান্ড।
২০তম ওভারের চতুর্থ বলে ফিরেছেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডারওয়েল মিচেল। ২৪ বলে করেছেন ২২ রান। শ্রীলংকার হয়ে ২৩ রানে দুই উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস