নেদারল্যান্ডসকে সহজেই হারাল ভারত
২৭ অক্টোবর ২০২২ ১৬:৩২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৬:৩৪
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শেষ বলে জেতা ভারতের রানরেট খুব একটা স্বাচ্ছেন্দের ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই গ্যাপ পূরণ করল রোহিত শর্মার দল। বিশাল ব্যবধানে জয়ে পূর্ণ দুই পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি রানরেটটাও এগিয়ে নিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ রানে জিতেছে ভারত।
এই জয়ে সুপার টুয়েলভের গ্রুপ ‘টু’তে আপাতত শীর্ষে রোহিত শর্মার দল। দুই ম্যাচ খেলে দুটিতেই জেতা ভারতের পয়েন্ট ৪। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ টেবিলের তিন নম্বরে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে পরিস্কার ফেভারিট ছিল ভারত। ভারতীয়রা জিতলও ফেভারিটদের মতো করেই।
আগে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য সুবিধার হয়নি। লোকেশ রাহুল দলীয় ১১ রানের মাথায় ফিরেছেন ৯ রান করে। তবে তাতে বেগ পেতে হয়নি ভারতকে। রোহিত শর্মা দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন। সঙ্গে ফর্মে থাকা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবও ফিফটি পেয়েছেন।
তিনে নামা কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৭৭ রান তোলেন রোহিত। ভারতীয় অধিনায়ক ৩৯ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৩ রান করে ফিরেছেন। তারপর আর উইকেট হারায়নি ভারত। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৪৮ বলে ৯৫ রান তোলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
তার মধ্যে যাদব মাত্র ২৫ বলে ৭টি চার ১টি ছয়ে করেন ৫১ রান। কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৪ বলে ৬২ রান করে। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলা ভারতীয় অধিনায়ক আজ চার মেরেছেন ৩টি, ছক্কা ২টি।
পরে বড় সংগ্রহ তাড়া করতে নেমে ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডস একটা সময় হয়তো জয়ের চিন্তা বাদ দিয়ে পুরো ইনিংস ব্যাটিং করার দিকেই বেশি মনোযোগ দিল। তবে সেই লক্ষ্যও পূর্ণ হয়নি। ইনিংসের শেষ বলে গুটিয়ে গিয়েছে ১২৩ রানে। সর্বোচ্চ ২০ রান করেছেন টিম প্রিংল।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৯ রানে দুই উইকেট নিয়েছেন। অক্ষার প্যাটেল ১৮ রানে, রবিচন্দ্রন অশ্বিন ২১ রানে ও আর্শদ্বীপ সিং ৩৭ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস