সোহানও রান করেছেন দ. আফ্রিকার হয়ে!
২৭ অক্টোবর ২০২২ ১৪:১৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৪:২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশকে আজ রান বন্যায় ভাসিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করা প্রোটিয়াদের স্কোরে যোগ হয়েছিল ২০৫ রান। চলতি বিশ্বকাপে যা দুইশ পেরুনো দ্বিতীয় ইনিংস। সেঞ্চুরিয়ান রাইলি রুশো ও কুইন্টন ডি কক স্রেফ কচুকাটা করেছেন বাংলাদেশি বোলারদের। এর মধ্যে বাংলাদেশি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের কারণেও রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা!
আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওভারেই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তাসকিন আহমেদ। তাতে চাপে পড়বে কী, দক্ষিণ আফ্রিকা যেন আরও চড়াও হতে চাইল বাংলাদেশি বোলারদের ওপর!
কুইন্টন ডি কক ও রাইলি রুশো দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন। ৮৫ বল খেলে দ্বিতীয় উইকেটে দুজন তুলেছেন ১৬৩ রান, টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সর্বোচ্চ রানের জুটি।
নিজেরা তো রান করছিলই, প্রতিপক্ষ্যের কল্যাণেও রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ১১তম ওভারের ঘটনা। প্রথম বোলিং করতে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পরে বোলিংয়ে আসা সাকিবকে টার্গেট করেছিলেন হয়তো রুশো। দুই ছয়, এক চারে তুলেছেন ২১ রান।
ওই ওভারের শেষ বলটা নো করেছিলেন সাকিব। পরের বলে ফ্রি-হিটে ঘটে সেই অনাকাঙ্খিত ঘটনা। নিয়ম অনুযায়ী ফ্রি-হিটের সময় ফিল্ডারদের জায়গায় থাকতে হয়। নুরুল হোসেন সোহান এই নিয়ম ভেঙেছেন।
সাকিব ফ্রি-হিট ডেলিভারিটি ছোড়ার সময় সুবিধা নিতে দু-পা পিছয়ে গিয়েছিলেন সোহান। যেটা লক্ষ্য করেন লেগ আম্পায়ার। পরে দুই ফিল্ড আম্পায়ার রড টাকার ও ল্যাংটন রাজার মাঝমাঠে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
মনে হচ্ছিল আবারও ‘নো বল’ বল ডাকা হবে। সাকিব আল হাসান আরেকটি ডেলিভারি করতে বোলিং প্রান্তে চলেও এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ঘটনার কারণে ‘নো বল’ নয় বাংলাদেশকে পাঁচ রান পেনাল্টি করা হয়।
অবশ্য সোহানের এই ভুল ম্যাচে কোনো প্রভাবই ফেলেনি। দক্ষিণ আফ্রিকার ২০৫ রানের জবাব দিতে নেম বাংলাদেশ পরে অলআউট হয়েছে ১০১ রানেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস