Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অসহায় আত্মসমপর্ণ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ১২:৪২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১২:৪৪

সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমপর্ণ। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমেছে মাত্র ১০১ রানে। এতেই প্রোটিয়ারা পেয়েছে ১০৪ রানের দুর্দান্ত জয়।

২০৬ রানের পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। তবে এরপরেই ছন্দ পতন। অ্যানরিখ নর্টিয়ের এক ওভারেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশের চাপ বাড়ে সাকিব আল হাসানের উইকেট হারিয়ে।

বিজ্ঞাপন

নর্টিয়ে তোপে বিপর্যয়ে বাংলাদেশ

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকার প্রথম ওভারটা দুর্দান্ত খেলেন। রাবাদার করা দ্বিতীয় বলটি মিড অন দিয়ে বাউন্ডারি হাঁকান শান্ত। এরপর স্ট্রাইক দেন সৌম্য সরকারকে। ওই ওভারের শেহ দুই বলের প্রথমটি ক্লিপ করে ডিপ মিড উইকেট দিয়ে আছড়ে ফেলেন গ্যালারিতে। পরের বলেও একইভাবে ছক্কা হাঁকান সৌম্য।

দ্বিতীয় ওভারটা ওয়েন পারনেলকে দেখে শুনেই খেলেন দুইজন। তবে তৃতীয় ওভারে এসেই ঘটে বিপত্তি। তৃতীয় ওভারে সৌম্য সরকার প্রথম বলটিই উড়িয়ে মারতে গিয়ে মিস করেন বলের লাইন। ব্যাটে হালকা এজ হয়ে উইকেটের পেছনে ডি ককের গ্লাভসবন্দি হন। এতেই টি-টোয়েন্টিতে নিজের শততম উইকেট তুলে নেন অ্যানরিখ নর্টিয়ে।

রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের রানের পাহাড়

দুই বল পরে নর্টিয়ের করা বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। সৌম্য ৬ বলে ১৫ আর শান্ত ৯ বলে ৯ রান করে ফেরেন। বাংলাদেশ ২৬ ও ২৭ রানে হারায় ১ম এবং ২য় উইকেট।

শান্ত ফিরলে উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে টিকতে পারেননি বেশি সময়। চতুর্থ ওভারে নর্টিয়ের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ ৩৯ রানে হারায় তৃতীয় উইকেট। সাকিব ফেরেন ৪ বলে ১ রান করে।

বিজ্ঞাপন

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট বিলিয়ে দিতে থাকে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা আফিফ হোসেন দলীয় ৪৭ রানে। সাকিব আল হাসানের বিদায়ের পরে বাংলাদেশ দল যখন বিপর্যয়ে ঠিক এই মুহূর্তেই রাবাদার বলে মিড অফে পারনেলের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে ফেরেন আফিফ। মেহেদি হাসান মিরাজ কিছুটা লড়াইয়ের মানসিকতা দেখালেও টিকতে পারেনি বেশি সময়। ১০ ওভারে তাবরিজ শামসিকে উঠে এসে মারতে গিয়ে লং অফে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে মিরাজ ফেরেন দলীয় ৬৬ রানে। আউট হওয়ার আগে ১৩ বলে ১১ রান করেন এই অলরাউন্ডার।

বৃষ্টি থামলেও থামেনি প্রোটিয়া ঝড়

পরের ওভারেই কেশভ মহারাজকে উঠে এসে মারতে গিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। ৩ বলে রানের খাতা খোলার আগেই মোসাদ্দেক যখন ফিরছেন তখন দলীয় সংগ্রহ মাত্র ৭১। এক ওভার পরে ৬ বলে ২ রান করে ফিরলেন নুরুল হাসান সোহানও।

তবে উইকেটের এক প্রান্ত আকড়ে পড়ে থাকা লিটন দাসের লড়াই তখন পরাজয়ের ব্যবধান কমানোর। কিন্তু তিনিও বেশিক্ষণ আর নিজেকে যেন ধরে রাখতে পারলেন না। ১৪তম ওভারে শামসিকে স্কয়ার লেগে তুলে মারেন লিটন। দৌড়ে এসে লাফিয়ে পড়ে লিটনের ক্যাচ তালুবন্দি করেন স্টাব্বস। ৩১ বলে একটি চার ও ছয়ে ৩৪ রান করে লিটন ফেরেন দলীয় ৮৫ রানে। বাংলাদেশ হারায় ৮ম উইকেট। শেষ দিকে তাসকিনের ১০ আর মোস্তাফিজের ৯ রানে কোনো রকমে দলীয় রান ১০০ পার করে বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভারের ২১ বল বাকি থাকতেই বাংলাদেশ ১০১ রানে অল আউট হয়। আর দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ১০৪ রানের বিশাল জয়। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানরিখ নর্টিয়ে, তিনটি উইকেট নেন তাবরিজ শামসি। এছাড়া একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা এবং কেশব মহারাজ।

ইয়াসিরের বদলে একাদশে মিরাজ

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাইলি রুশোর সেঞ্চুরি আর কুইন্টন ডি ককের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের পাহাড়সম পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর