নর্টিয়ে তোপে বিপর্যয়ে বাংলাদেশ
২৭ অক্টোবর ২০২২ ১১:৪৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১২:৪২
দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২০৬ রানের পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। তবে এরপরেই ছন্দ পতন। অ্যানরিখ নর্টিয়ের এক ওভারেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের উইকেট হারিয়ে টাইগাররা পড়েছে বিপর্যয়ে।
দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকার প্রথম ওভারটা দুর্দান্ত খেলেন। রাবাদার করা দ্বিতীয় বলটি মিড অন দিয়ে বাউন্ডারি হাঁকান শান্ত। এরপর স্ট্রাইক দেন সৌম্য সরকারকে। ওই ওভারের শেহ দুই বলের প্রথমটি ক্লিপ করে ডিপ মিড উইকেট দিয়ে আছড়ে ফেলেন গ্যালারিতে। পরের বলেও একইভাবে ছক্কা হাঁকান সৌম্য।
দ্বিতীয় ওভারটা ওয়েন পারনেলকে দেখে শুনেই খেলেন দুইজন। তবে তৃতীয় ওভারে এসেই ঘটে বিপত্তি। তৃতীয় ওভারে সৌম্য সরকার প্রথম বলটিই উড়িয়ে মারতে গিয়ে মিস করেন বলের লাইন। ব্যাটে হালকা এজ হয়ে উইকেটের পেছনে ডি ককের গ্লাভসবন্দি হন। এতেই টি-টোয়েন্টিতে নিজের শততম উইকেট তুলে নেন অ্যানরিখ নর্টিয়ে।
দুই বল পরে নর্টিয়ের করা বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। সৌম্য ৬ বলে ১৫ আর শান্ত ৯ বলে ৯ রান করে ফেরেন। বাংলাদেশ ২৬ ও ২৭ রানে হারায় ১ম এবং ২য় উইকেট।
শান্ত ফিরলে উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে টিকতে পারেননি বেশি সময়। চতুর্থ ওভারে নর্টিয়ের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ ৩৯ রানে হারায় তৃতীয় উইকেট। সাকিব ফেরেন ৪ বলে ১ রান করে।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৫ ওচারে ৩ উইকেটে ৪৩ রান। উইকেটে আছেন, লিটন ১২ আর আফিফ ০ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস