Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি থামলেও থামেনি প্রোটিয়া ঝড়

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ১০:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১১:০৮

সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই তুলে নিয়েছিল টেম্বা বাভুমাকে। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ওপেনার কুইন্টন ডি কক ও তিনে নামা রাইলি রুশো রীতিমতো ঝড় তোলেন। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫৮ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

কিছুক্ষণ পরেই আবারও খেলা মাঠে গড়ায়। তবে বৃষ্টির আগে যেখানে শেষ করেছিলেন এই দুই ব্যাটার, বৃষ্টির পর শুরুটাও সেখান থেকেই। একের পর এক বাউন্ডারিতে স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশের বোলারদের। রাইলো রুশো এবং কুইন্টন ডি ককের জুটি ছাড়িয়েছে দেড়শ রান।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেটে ১৬৫। কুইন্টন ডি কক ৩৬ বলে ৫৯ আর রাইলি রুশো ৪৬ বলে ৯৫ রানে অপরাজিত আছেন। এই জুটি মাত্র ৮২ বলে করেছে ১৫৮ রান।

অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে খেলছেন বৃষ্টিও। প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি নিয়ে চিন্তা করতে হচ্ছে দলগুলোকে। আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও যে বৃষ্টি হানা দিতে পারে তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। ম্যাচের দিন সেটা দেখাও গেল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরুর আগেও বৃষ্টি হয়েছে। কাভার উঠিয়ে পরে ঠিক সময়ে ম্যাচ শুরু হলেও খানিক বাদে থামিয়ে দিল বৃষ্টি।

তাসকিন-মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে ঝড় তোলা ডি কক-রুশোকে পাওয়ার প্লের শেষ ওভারে কিছুটা শান্ত করতে পেরেছিলেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম বোলিং করতে এসে প্রথম তিন বলে খরচ করেছিলেন ২ রান। মোস্তাফিজের স্লোয়ার ঠিকভাবে খেলতে পারছিলেন না দুই দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর