দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৭ অক্টোবর ২০২২ ০৮:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ০৯:১৩
টি-টোয়ন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্টিয়ে এবং তাবরিজ শামসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টস টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ