Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনির গ্যালারিতে মিরপুরের ছোঁয়া প্রত্যাশা সাকিবের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ১৯:৪৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৯:৪৬

অস্ট্রেলিয়ার যে শহরটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন সেটি হলো সিডনি। রাত পোহালে সেই শহরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই অধিনায়ক সাকিব আল হাসানের প্রত্যাশা বহু দর্শক কাল গ্যালারিতে আসবেন বাংলাদেশকে সমর্থন যোগাতে, ঠিক যেমন সমর্থন মিলে ঘরের মাঠ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

হাজার হাজার মানুষ চিৎকার করে সমর্থন দিচ্ছেন, মিরপুরে প্রতি ম্যাচেই এমন পরিবেশ দেখতে পান বাংলাদেশি ক্রিকেটাররা। সিডনিতে তার একটা ছোঁয়া মিললে সেটা আত্মবিশ্বাসী করবে বললেন সাকিব।

কাল বাংলাদেশ সময় সকাল ৯ টায় সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠল দর্শক সমর্থনের প্রসঙ্গ।

দর্শকদের কাল মাঠে আসার আমন্ত্রনই জানিয়ে রাখলেন সাকিব, ‘আমি আশা করি বেশ ভালো সংখ্যক মানুষ আসবে (খেলা দেখতে), যারা আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান যেন আমরা দিতে পারি।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেহেতু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন। কাজেই তাদের সমর্থনটা কীভাবে কাজে লাগিয়ে আরও বেশি ভালো পারফর্ম করতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

কালকের ম্যাচটা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ‍দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। গ্রুপের অন্য ম্যাচে ভারত, পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। ফলে পয়েন্টের খোঁজে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাইবে বাংলাদেশ।

অপর দিকে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে কাঙ্খিত দুই পয়েন্টের বদলে প্রোটিয়াসরা পয়েন্ট পেয়েছে একটি। ফলে নিশ্চয় বাংলাদেশকে হারিয়ে একধাপ এগিয়ে যেতে চাইবে দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর