Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে গতির ঝড়ে উড়িয়ে দিতে চায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ১৮:০২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৮:০৫

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে একঝাঁক দীর্ঘদেহী গতিময় পেসার। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিচ নরজেরা সম্প্রতি সময়ে দারুণ ফর্মেও আছেন। রাত পোহালেই বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবেন প্রোটিয়াসরা। লুঙ্গি এনগিডি বললেন, কাল গতির ঝড়ে বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা তাদের।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। পূর্ণ দুই পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের দল এই মুহূর্তে রীতিমতো গ্রুপ ‘টু’ এর শীর্ষে। অপর দিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াসদের জেতা ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বিজ্ঞাপন

ফলে সম্ভাব্য দুই পয়েন্টের বদলে দক্ষিণ আফ্রিকা পেয়েছে  এক পয়েন্ট। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে নিশ্চয় যেকোনো মূল্যে জিততে চাইবে দলটি। এনগিডি জানালেন, গতির ঝড়ে জয়ের রাস্তায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান তারকা পেসার বলেন, ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল (বৃহস্পতিবার) এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগোব।’

গত মার্চে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে অনেকবারই হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সাকিব আল হাসান বলছিলেন, সেই জয়ের অভিজ্ঞতাগুলো কাল কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাও ছক কষার ক্ষেত্রে পুরনো লড়াইয়ের কথা ভাববে, বোঝা গেল লু্ঙ্গি এনগিডির কথায়। বলেছেন, ‘শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।’

সিডনিতে বাংলাদেশ সময় কাল সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর