Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের মতো ‘হিরো’ খুঁজছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ১৫:১০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৫:১১

বিশ্বকাপের মতো বড় ইভেন্টে প্রথম ম্যাচ সব সময়ই স্নায়ূচাপের। সেই চাপে দুদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রায় পা হড়কাতেই বসেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৯ রানের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে সাকিব আল হাসান। সেদিন ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেওয়া তাসকিন পুরো ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। সাকিবের প্রত্যাশা, প্রতি ম্যাচেই ১১ জন ক্রিকেটারের মধ্যে কেউ না কেউ এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হিরো হবেন।

বিজ্ঞাপন

হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়া বাংলাদেশ দল এখন বেশ ফুরফুরে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘হিরো’ খুঁজার পাশাপাশি টি-টোয়েন্টি খেলার ধরন নিয়েও আলোচনা করে গেলেন সাকিব।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা, তো মোমেন্টামটা ধরাটা খুব জরুরি এবং সেটা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টে সাধারণত পারফর্মারের সংখ্যাটা বেশি থাকে। টি-টোয়েন্টিতে কিন্তু অত বেশি থাকার সুযোগটা নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।’

সাকিব বলছিলেন, ‘আমি এটা আশা করছি যে, আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের জন্য আরেকটা সুযোগ। আমাদের ১১ জনের যারা খেলবে তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে। তো ওই হিরোটা কে হবে সেটাই দেখার। ওগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে।’

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ কাল আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে, সেই বার্তাও দিয়ে গেলেন সাকিব। বললেন দিন শেষে হাসিমুখ নিয়েই ফিরতে চান, ‘ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার। কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগেরদিন, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না। তো আমাদের চিন্তাই থাকবে ওরকম। আমরা খোলা মনে যেতে চাই, খেলাটা উপভোগ করতে চাই, আক্রমণাত্মক থাকতে চাই। অবশ্যই রোমাঞ্চকর ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসিমুখে ফিরে আসতে চাই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় কাল সকাল ৯টায় মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটা। গ্রুপ দুইয়ে এক ম্যাচ খেলে একটিতে জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট ২। অপর দিকে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ১। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর