Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাস গড়া জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ১৪:১৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৪:৫১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা শুরুই হয়েছে অঘটন দিয়ে। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া। অঘটনের এই ধারা অব্যাহতই রয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পরাশক্তিশালী ইংল্যান্ডকে আজ হারিয়ে দিল আয়ারল্যান্ড। অবশ্য প্রাকৃতির কিছু সহায়তা পেয়েছেন আইরিশরা। তবে সেটা কী আর মনে রাখবে ইতিহাস! বৃষ্টি আইনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে জিতেছে আয়ারল্যান্ড।

আগে ব্যাটিং করে ১৫৭ রান তুলেছিল আয়ারল্যান্ড। পরে ইংল্যান্ড ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টি আর না থামায় ডিএল ম্যাথডে ম্যাচের ফল নির্ধারন হয়েছে। তাতে ৫ রানের অবিস্মরনীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ইংলিশদের বিপক্ষে আইরিশদের এটা প্রথম জয়।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড মাত্র একটা ম্যাচ খেলেছে। ২০১০ সালের বিশ্বকাপে ওই ম্যাচে ইংলিশদের ১২০ রানে গুটিয়ে দিয়ে জয়ের সুবাস পাচ্ছিল আয়ারল্যান্ডই। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। বলা যায় আজ তার বদলা হলো! ইংল্যান্ড ভাবতেই পারে, বৃষ্টির কারণেই হারতে হলো তাদের।

শেষ ৬ ওভারে জয়ের জন্য ৬৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। উইকেটে তখন মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের মিডল অর্ডারের জন্য কাজটা খু্ব কঠিন নয় ১৫তম ওভারের প্রথম তিন বল থেকেই ১২ রান তুলে নিয়ে তার আভাস দিচ্ছিলেন মঈন আলী। কিন্তু তারপরই ভারি বৃষ্টির হানা। যাতে ম্যাচ আর শুরু করাই সম্ভব হয়নি। ডিএল ম্যাথডে হারের দুঃখ নিয়ে মাঠ ছাড়তে হলো ইংল্যান্ডকে।

বুধবার (২৬ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৫৭ রানের জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। কাভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জস বাটলার। অ্যালেক্স হেলস ও বেন স্টোকসও দ্রুত ফিরলে প্রথম পাঁচ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৯/৩।

বিজ্ঞাপন

তারপর ডেভিড মালান ও হ্যারি ব্রুকস হাল ধরলেন বটে কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ৩৭ বলে ৩৫ রান করে আউট হয়েছেন মালান। ২১ বলে ১৮ রান করে আউট হন ব্রুকস। তারপর পুরো দায়িত্বটা গিয়ে পরে মঈন আলী ও লিভিংস্টোনের ওপর। মঈন দায়িত্ব নিয়ে এগুচ্ছিলেনও। কিন্তু তাদের থামিয়ে আইরিশদের মুখে শেষ হাসি দেখতে চাইল প্রাকৃতি!

এরা আগে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। স্টার্লিংকে সঙ্গে নিয়ে বালবার্নি শুরুটা করেছিলেন দুর্দান্ত। শুরুতে অধিনায়ক বালবার্নি কিছুটা রয়েসয়েই খেলেছেন। তবে অপর দিকে রীতিমতো ঝড় তুলতে চেয়েছেন ফর্মে থাকা স্টার্লিং।

আইরিশ ওপেনারের ঝড় অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৮ বলে ১টি করে চার-ছয়ে ১৪ রান করে ফিরেছেন মার্ক উডের বলে। এরপর দ্বিতীয় উইকেটে শক্ত একট জুট গড়ে তোলেন বালবার্নি ও টাকার। ৫৭ বলে তাদের ৮২ রানের জুটিটাই আয়ারল্যান্ডকে অনেকদূর নিয়ে গেছে।

অবশ্য এই দুজন ফেরার পর শেষ দিকে এক কার্টিস ক্যাম্পারই যা একটু লড়াই করতে পেরেছেন, বাকিরা ব্যর্থ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে গছে আয়ারল্যান্ড। বালবার্নি ৪৭ বলে ৫টি চার ২টি ছয়ে ৬২ রান করেছেন। টাকার ২৭ বলে ৩ চার ১ ছয়ে ৩৪ রান করেন। শেষ দিকে কার্টিস ১১ বলে করেছেন ১৮ রান।

ইংল্যান্ডে হয়ে চমক দেখিয়েছেন পার্টটাইম বোলার লিয়াম লিভিংস্টোন। ৩ ওভার বোলিং করে ১৭ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন। চার ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন মার্ক উড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর