Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে যা ঘটল

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ১৩:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৫:৫৫

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসিদের ম্যাজিকের রাতে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে বেনফিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস। রিয়াদ মাহারেজের পেনাল্টি মিসে বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার সিটি, ডায়নামো জাগরেভকে গোল বন্যায় ভাসিয়েছে এসি মিলান। দেখে নেওয়া যায় এক নজরে কি কি ঘটেছে এদিন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।

পিএসজি বনাম ম্যাকাবি হাইফা—

বিজ্ঞাপন

জমে উঠেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমার জুনিয়রদের ত্রয়ী। একের পর এক গোল করেই যাচ্ছেন হোক সেটা লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়নস লিগ। কোথাও কম যাচ্ছেন না এই ত্রয়ী। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির এই ত্রয়ী জ্বলে উঠে উড়িয়ে দিয়েছেন ম্যাকাবি হাইফাকে। ‘এইচ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে খাইফাকে ৭-২ গোলে হারায় পিএসজি। দুটি করে গোল করেন মেসি ও এমবাপে। একবার জালের দেখা পান নেইমার। তাদের নৈপুণ্যে ১১ পয়েন্ট নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে লিগ ওয়ানের দলটি।

বেনফিকা বনাম জুভেন্টাস—

সিরি আ কিংবা চ্যাম্পিয়নস লিগ দুই জায়গাতেই ধুঁকছে জুভেন্টাস। সিরি আ’তে বর্তমানে আট নম্বরে অবস্থান জুভেদের। তবে এর থেকে বাজে সংবাদ এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ২০১৩/১৪ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে তুরিনের বুড়িদের। বেনফিকার কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরে জুভেন্টাসের বিদায় নিশ্চিত হয়েছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে ম্যাক্স অ্যালেগ্রির দল।

আরবি লাইপজিগ বনাম রিয়াল মাদ্রিদ—

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের অপরাজেয় রেকর্ড থামল জার্মানিতে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬ ম্যাচ খেলে পরাজয়ের মুখ দেখেনি রিয়াল। লা লিগায় ১১ ম্যাচে ১০ জয় এক ড্র, উয়েফা সুপার কাপ জয় আর চ্যাম্পিয়নস লিগে এই ম্যাচের আগে ৪ ম্যাচে ৩ জয় আর এক ড্রতে অপরাজেয় ছিল রিয়াল। তবে এবার থামতে হয়েছে কার্লো আনচেলোত্তির দলকে।

আরবি লাইপজিগের মাঠে হেরে ৩-২ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যদিও আগেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছিল রিয়াল। আর এদিন করিম বেনজেমা ও লুকা মদ্রিচ, ফেদেরিখো ভালভার্দেকে ছাড়াই মাঠে নেমেছিল ইউরোপিয়ান জায়ান্টরা। যার প্রভাবও দেখা গেছে মাঠের খেলাতেও। ১৮ মিনিটেই ঘরের মাঠে দুই গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে এক গোল শোধ করেন ভিনিসিয়াস জুনিয়র। ৮১ মিনিটে ব্যবধান ৩-১ করেন টিমো ভার্নার আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে রদ্রিগো গোল করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

বুরুশিয়া ডর্টমুন্ড বনাম ম্যানচেস্টার সিটি—

আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়া ম্যানচেস্টার সিটি বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নির্ভার হয়েই খেলতে গিয়েছিল। আর সেই নির্ভারতাই থামিয়েছে সিটিকে। সিগন্যাল ইদুনা পার্কে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। যতটা সময় খেললেন, নিজের ছায়া হয়েই থাকলেন আর্লিং হালান্ড। বিরতির পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রিয়াদ মাহরেজ। একাধিক সুযোগ নষ্ট করল বরুশিয়া ডর্টমুন্ডও। ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকেট পেয়ে গেল জার্মান দলটি। দুই দলের প্রথম দেখায় গত মাসে ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছিল পেপ গুয়ার্দিওলার দল।

সারাবাংলা/এসএস

আরবি লাইপজিগ বনাম রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিলিয়ান এমবাপে জুভেন্টাস টপ নিউজ নেইমার জুনিয়র পিএসজি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর