Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডকে অল্পতে থামাতে পারেনি ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ১২:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১৪:৪৯

ক্রিকেট ঐতিহ্য, দলীয় শক্তি কিংবা র‌্যাংকিং সব ক্ষেত্রেই আয়ারল্যান্ডের চেয়ে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের লড়াইয়ে ইংলিশদের কিন্তু ছেড়ে কথা বলেনি আইরিশরা। আগে ব্যাটিং করতে নেমে ১৫৭ রানের বেশ শক্ত স্কোরই দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাবা হয় তাদের তিন টপ অর্ডার ব্যাটার পল স্টার্লিং, আন্দ্রে বালবার্নি ও লোরকান টাকারকে। ইংলিশদের বিপক্ষেও এই তিনজনের ব্যাটে ভর করে ইনিংস গড়েছে দলটি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। স্টার্লিংকে সঙ্গে নিয়ে বালবার্নি শুরুটা করেছিলেন দুর্দান্ত। শুরুতে অধিনায়ক বালবার্নি কিছুটা রয়েসয়েই খেলেছেন। তবে অপর দিকে রীতিমতো ঝড় তুলতে চেয়েছেন ফর্মে থাকা স্টার্লিং।

আইরিশ ওপেনারের ঝড় অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৮ বলে ১টি করে চার-ছয়ে ১৪ রান করে ফিরেছেন মার্ক উডের বলে। এরপর দ্বিতীয় উইকেটে শক্ত একট জুট গড়ে তোলেন বালবার্নি ও টাকার। ৫৭ বলে তাদের ৮২ রানের জুটিটাই আয়ারল্যান্ডকে অনেকদূর নিয়ে গেছে।

অবশ্য এই দুজন ফেরার পর শেষ দিকে এক কার্টিস ক্যাম্পারই যা একটু লড়াই করতে পেরেছেন, বাকিরা ব্যর্থ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে গছে আয়ারল্যান্ড। বালবার্নি ৪৭ বলে ৫টি চার ২টি ছয়ে ৬২ রান করেছেন। টাকার ২৭ বলে ৩ চার ১ ছয়ে ৩৪ রান করেন। শেষ দিকে কার্টিস ১১ বলে করেছেন ১৮ রান।

ইংল্যান্ডে হয়ে চমক দেখিয়েছেন পার্টটাইম বোলার লিয়াম লিভিংস্টোন। ৩ ওভার বোলিং করে ১৭ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন। চার ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন মার্ক উড।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর