ডি কক ঝড়ের পর ম্যাচ পরিত্যক্ত
২৪ অক্টোবর ২০২২ ১৮:৫৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:৫৯
হোবার্টে বৃষ্টির উপদ্রব চলছে কদিন ধরেই। বেলেরিভ ওভালে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার দিনের প্রথম ম্যাচেও ছিল বৃষ্টির আনাগোনা। তবে বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হলেও শেষ পর্যন্ত পুরো ম্যাচই হয়েছে। একই মাঠে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে আর সেই সুযাগ দিল না আবহাওয়া। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের এই ম্যাচটি।
হোবার্টের বেলেরিভ ওভালে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ২টায়। ম্যাচের আগেই সেখানে বৃষ্টি হাজির হয়। ফলে ম্যাচ ঠিক সময়ে শুরু করা সম্ভব হয়নি।
পরে কার্টেল ওভারে শুরু হয় ম্যাচ। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। তাতে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে তোলে ৭৯ রান। শুরুটা ভালো হয়নি দলটির। ১৯ রানে ফিরে জান চার ব্যাটার। তবে পাঁচ নম্বরে নেমে রীতিমতো ঝড় তোলেন ওয়েসলে মাদভেরে। মাত্র ১৮ বল খেলে ৪টি চার ১টি ছয়ে করেন ৩৫ রান। মিল্টন সুম্বা করেন ২০ রান।
দক্ষিণ আফ্রিকা পরে জবাব দিতে নামলে বৃষ্টি হানা দিচ্ছিল খানিকক্ষণ পরপর। বৃষ্টির ফাঁকে ফাঁকে ঝড় তুলেছিলেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। ডি কক ঝড়ে মাত্র ৩ ওভারেই ৫১ রান তুলে ফেলেন দক্ষিণ আফ্রিকা। নিশ্চিত জয়ের দিকেই এগুচ্ছিল প্রোটিয়াসরা।
কিন্তু তারপর আবারও বৃষ্টির হানা। বৃষ্টির প্রকোপ বেশি থাকার কারণে ম্যাচ শুরু করা আর সম্ভব হয়নি। সেখানেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
ডি কক তখন মাত্র ১৮ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৪৭ রানে অপরাজিত ছিলেন। ৪টি চার ও ১টি ছয়ে টেন্ডাই চাতারার প্রথম ওভার থেকেই ২৩ রান তুলে নেন ডি কক। দ্বিতীয় ওভারে রিচার্ড নাগারভাকেও হাঁকিয়েছেন পাঁচ বলের ব্যবধানে চারটি চার। কিন্তু ডি ককের অসাধারণ এই ইনিংস কোনো কাজেই এলো না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস