পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত সাকিব
২৪ অক্টোবর ২০২২ ১৭:৫৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:৫৪
প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও আধুনিক টি-টোয়েন্টিতে ১৪৪ রানের সংগ্রহ মোটেও স্বস্তির নয়। তাছাড়া কদিন আগেই শ্রীলংকার বিপক্ষে ১৪৬ রান তুলেছিল নেদারল্যান্ডস। ফলে এই পুঁজি নিয়ে বাংলাদেশ খানিক ভয়েই ছিল। কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্টের দুর্দান্ত পারফম্যান্সে ভয় কাটিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে সাকিব আল হাসানের দল।
১৪৪ রানের পুঁজি নিয়ে নেদারল্যান্ডসকে শুরুতেই বড় ধাক্কা দেন তাসকিন আহমেদ। ইনিংস প্রথম দুই বলে তুলে নেন প্রতিপক্ষের দুই উইকেট। পুরো ইনিংসেই ডাচদের কাঁপিয়ে তাসকিন শেষ পর্যন্ত ২৫ রানে নিয়েছেন চার উইকেট। অপর তরুণ পেসার হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।
দারুণ বোলিং করেছেন অপর পেসার মোস্তাফিজুর রহমান ও খণ্ডকালিন মিডিয়াম পেসার সৌম্য সরকারও। অস্ট্রেলিয়ার মাটিতে পেস বোলিং ডিপার্টমেন্টের এমন পারফম্যান্স যেকোনো অধিনায়ককেই খুশি করবে। সাকিব আল হাসানও ব্যতিক্রম নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেস বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত সাকিব।
৯ রানের জয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘আমরা জানতাম এই উইকেটে আমাদের বোলিং আক্রমণের জন্য ১৫০ থেকে ১৫৫ রান যথেষ্ট। সেদিক থেকে আমরা ১০ রান কম করেছি। তবে আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে, দুর্দান্ত।’
তাসকিন-হাসানরা এখন অনেক পরিনত বলছেন সাকিব, ‘আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি। আমি মনে করি, এখন সব সংস্করণেই আমরা দারুণ একটা ফাস্ট বোলিং গ্রুপ পেয়েছি। ফাস্ট বোলাররা সত্যিই অনেক ভালো করছে। আমরা কয়েকজন তরুণ পেসার পেয়েছি। হাসান মাহমুদ তাদের মধ্যে একজন। তাসকিন দু–তিন বছর ধরে আমাদের সেরা বোলার। সব মিলিয়ে আমাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ অনেক উন্নতি করেছে।’
আজ ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হয়েছেন নেদারল্যান্ডসের দুই ব্যাটার। বাংলাদেশের বর্তমান দলটির বেশিরভাগ সদস্যই তরুণ। ফলে ফিল্ডিংয়ে উন্নতি সম্ভব বলছেন সাকিব।
অধিনায়ক বলেন, ‘আমাদের মনে হয়েছে, এই একটি জায়গায় (ক্যাচিং-ফিল্ডিং) আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারি। দলের বেশির ভাগ খেলোয়াড় তরুণ। তারা চটপটে ও ক্ষিপ্র। আমাদের সেই বিশ্বাস ছিল যে ফিল্ডিংয়ে আমরা হয়তো ৫ থেকে ১০ রান বাঁচাতে পারব, যা বড় পার্থক্য গড়ে দেবে।’
হোবার্টে আজ আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল বাংলাদেশ। পরে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস