শুরুতেই তাসকিন ঝলক, ৪ উইকেট নেই নেদারল্যান্ডসের
২৪ অক্টোবর ২০২২ ১২:২০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৩:০৩
অপ্রত্যাশিত ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তবে বোলিংয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। ইনিংসের প্রথম দুই বলেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রান। আধুনিক টি-টোয়েন্টি এই সংগ্রহ মোটেও স্বাচ্ছেন্দের নয়। এমন সংগ্রহ নিয়ে লড়াই করতে প্রয়োজন ছিল শুরুতেই প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া। তাসকিন আহমেদ সেই প্রত্যাশা পূরণ করলেন দুর্দান্তভাবে।
বাংলাদেশের বোলিং ইনিংস সূচনা করে তাসকিন। অফস্প্যাম্পে পরে বেরিয়ে যাওয়া তাসকিনের প্রথম ডেলিভারিটা সফট হাতে খেলতে চেয়েছিলেন নেদারল্যান্ডস ওপেনার ভিক্রমজিৎ সিং। কিন্তু সুইংয়ে পরাস্ত হয়েছেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে ইয়াসির আলির হাতে।
রিপ্লে চেক করে দেখা গেল ইয়াসির আলি ক্যাচটা দারুণভাবেই নিয়েছেন। ডানহাতি ব্যাটার ব্যাস ডি লিডের জন্য দ্বিতীয় ডেলিভারিটাও অফ সাইডে সুইং করালেন তাসকিন। ফাঁদে পা দিয়েছেন ডি লিডও। ব্যাট চালিয়ে ব্যাটে-বলে করতে পারেননি। সুইংয়ে পরাস্ত হয়েছেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাফসে।
পরপর দুই বলে দুই উইকেট হারানো নেদারল্যান্ডস পরে নিজেদের বিপদ বাড়িয়েছে রান আউটে। চতুর্থ ওভারে আফিফ হোসেন ধ্রুবর দারুণ এক থ্রোতে রান আউট হয়ে ফিরেন ও’ডাউড। এক বল পর মোসাদ্দেক হোসেন সৈকতের থ্রুতে রান আউট হয়েছেন টম কুপারও।
দলীয় ১৫ রানের মাথায় চার উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। ৪ ওভার শেষে ডাচদের স্কোর ১৭/৪।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস