Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ শুরু বাংলাদেশের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২২ ০৮:১২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ০৯:৩৪

টি-টোয়ন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় দিনে এসে মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় পর্বে খেলছে টিম টাইগার্স। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলের বিশ্বকাপ শুরু হচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

ডাচদের বিপক্ষে শেষবার ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার তামিম ইকবালের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ জিতেছিল ৮ রানের ব্যবধানে। দুই দলের মোট তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুটি জয় বাংলাদেশের আর একটি জিতেছিল নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে বিশ্বকাপের মূলপর্বে এখন পর্যন্ত মাত্র একটি জয়। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আর মূলপর্বে কখনো জয়ের মুখ দেখেনি টিম টাইগার্স। এরপর যদিও প্রথম পর্বে বেশ কয়েকটি জয় পেলেও মূলপর্বের জয় এখনও অধরা রয়েছে গেছে বাংলাদেশের। বিশ্বকাপের মূলপর্বে দীর্ঘ ১৫ বছর পর জয়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে জয়ে ফেরারও লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ

ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, বাদ দে লিড, কলিন অ্যাকারমান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, টিম ভ্যান ডার গুটেন, ফ্রেড ক্লাসসেন, পল ভ্যান মিকেরেন এবং রলফ ভ্যান ডার মারউই।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সুপার টুয়েলভ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর