ডাচদের বিপক্ষে ব্যাটিং দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
২৪ অক্টোবর ২০২২ ০৯:৩৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১১:০১
টি-টোয়ন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় দিনে এসে মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় পর্বে খেলছে টিম টাইগার্স। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলের বিশ্বকাপ শুরু হচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ডাচদের বিপক্ষে শেষবার ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার তামিম ইকবালের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ জিতেছিল ৮ রানের ব্যবধানে। দুই দলের মোট তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুটি জয় বাংলাদেশের আর একটি জিতেছিল নেদারল্যান্ডস।
তবে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে বিশ্বকাপের মূলপর্বে এখন পর্যন্ত মাত্র একটি জয়। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আর মূলপর্বে কখনো জয়ের মুখ দেখেনি টিম টাইগার্স। এরপর যদিও প্রথম পর্বে বেশ কয়েকটি জয় পেলেও মূলপর্বের জয় এখনও অধরা রয়েছে গেছে বাংলাদেশের।
সম্প্রতি টালমাটাল অবস্থা বাংলাদেশ দলে। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে এশিয়া কাপের আগে সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। অবসর নিয়েছেন মুশফিকুর রহিমও। তবুও স্বস্তি ফেরেনি বাংলাদেশ দলে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হেরেছে সবকটি ম্যাচ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হার বাংলাদেশের।
বিশ্বকাপের মূলপর্বে দীর্ঘ ১৫ বছর পর জয়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে জয়ে ফেরারও লক্ষ্য বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, বাস দে লিড, কলিন অ্যাকারমান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, শাহরিজ আহমদ, ফ্রেড ক্লাসসেন এবং পল ভ্যান মিকেরেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সাকিব আল হাসান সুপার টুয়েলভ