টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
২৩ অক্টোবর ২০২২ ১৩:৩৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৪:৩৩
বিশ্বকাপের মূলপর্বের দ্বিতীয় দিনে এসে ভারত ও পাকিস্তানের মহারণ। মেলবোর্নে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই পেসার। চোটে পড়ে খেলা হয়নি এশিয়া কাপেও।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষত প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদ্বিপ সিং, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
টস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাবর আজম ভারত বনাম পাকিস্তান রোহিত শর্মা