হোবার্টে লংকান দাপট
২৩ অক্টোবর ২০২২ ১১:৪৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৩:০৪
শুরুতেই দুই উইকেট তুলে নেওয়া শ্রীলংকা পরেও আয়ারল্যান্ডকে কোমড় সোজা করে দাঁড়াতে দিল না। হ্যারি ট্যাকটর একপ্রান্ত আগলে রাখারে চেষ্টা করলেন বটে কিন্তু অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে শ্রীলংকা। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে আয়ারল্যান্ডকে ১২৮ রানেই থামিয়ে দিয়েছে শ্রীলংকা।
শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে খর্বশক্তির নামিবিয়ার বিপক্ষে হেরেছিল বড় ব্যবধানে। কদিন আগে আয়ারল্যান্ড রীতিমতো উড়িয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজকে। ফলে মনে করা হচ্ছিল লংকান ও আইরিশদের মুখোমুখি লড়াইটা জমবে ভালো। কিন্তু প্রথম ইনিংসে তেমন আভাস মিলল না। বলার মতো স্কোর গড়তে পারেনি আয়ারল্যান্ড।
রোববার (২৩ অক্টোবর) হোবার্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক আন্দ্রে বালবার্নি। আগের ম্যাচে আইরিশ টপ অর্ডার কচুকাটা করেছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণকে। তার পূনরাবৃত্তি ঘটিয়ে লংকানদের বড় টার্গেট দিতেই নিশ্চয় এই সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশরা। কিন্তু হয়েছে তার উল্টোটা। সকালের উইকেটে লংকান পেসাররা গতির ঝড় তুলেছিলেন। কিপটে বোলিংয়ে উইকেট এনে দিয়েছেন স্পিনাররাও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলা বারবার্নিকে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরান লংকান পেসার লাহিরু কুমারা। লরকান টাকারও ফেরেন দলীয় ২৬ রানের মাথায়। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর নায়ক পল স্ট্যার্লিং বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন বটে। কিন্তু তাকে খোলস ছেড়ে বেরুতে দেননি লংকান বোলাররা।
২৫ বলে ৩৪ রান করে দলীয় ৫৫ রানে ফিরেছেন স্টার্লিং। এরপর হ্যারি ট্যাকটর একপ্রান্ত আগলে ক্রিজে পড়ে থাকলেন আর অপর প্রান্তে যাওয়া-আসার মিছিল করলেন অন্যরা।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে আয়ারল্যান্ড। ৪২ বলে ২টি চার ১টি ছয়ে ৪৫ রান করেছেন হ্যারি। শ্রীলংকার হয়ে মহেশ থাকসিনা ১৯ রানে ও হাসারাঙ্গা ২৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস