নওয়াজ-রউফের পর মালিককেও কিনল রংপুর
২১ অক্টোবর ২০২২ ২০:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:১৩
জানুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ সেই সময়টাতে ফাঁকা থাকবেন পাকিস্তানি ক্রিকেটাররা। ফলে ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বহু পাকিস্তানি ক্রিকেটারের দেখা মিলবে এমন সম্ভবনা আগে থেকেই দেখা হচ্ছিল। বাস্তবে হতেও যাচ্ছে তাই। বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
রংপুর রাইডার্স একাই ইতোমধ্যে নিশ্চিত করেছে তিন পাকিস্তানিকে। তারকা পেসার হারিস রউফ ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে আগেই দলে ভিড়িয়েছিল রংপুর। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককেও দলে ভেড়ালো দলটি।
শুক্রবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে দলটির পক্ষ থেকে মালিককে দলে ভেড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানি তারকার ছবিসহ ক্যাপশনে লেখা হয়েছে, ‘৪৮১ টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’
৪০ বছর বয়সী মালিকের বিপিএল খেলার অভিজ্ঞতা অনেক। এর আগে কুমিল্লা ভিক্টেরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী রয়্যালসের হয়ে বিপিএল খেলেছেন। এবার আসছেন রংপুরের হয়ে মাঠ মাতাতে।
পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি মালিকের। তা নিয়ে সমালোচনা হচ্ছে সর্বোত্র। কারণ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন মালিক। অপর দিকে পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে বারবা।
বিপিএলে আলো ছড়িয়ে পাকিস্তান দলে জায়গা ফিরে পাওয়ার দাবি নিশ্চয় আরও উজ্জ্বল করতে চাইবেন মালিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস