Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার টুয়েলভের টিকিট পেল জিম্বাবুয়ে, বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ১৭:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:১৩

সমীকরণ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত। এই সমীকরণ মেলাতে খুব বেশি বেগ পেতে হলো না জিম্বাবুয়েকে। স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।

সুপার টুয়েলভে গ্রুপ ‘টু’ এ খেলবে জিম্বাবুয়ে। যে গ্রুপে আছে বাংলাদেশও। গতকাল সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসের নাম চূড়ান্ত হয়েছে। ফাঁকা ছিল অপর একটি স্থান। আজ জানা গেল সেই দলটি হচ্ছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য বিষয়টি একপ্রকার স্বস্তিরই বটে। কারণ জিম্বাবুয়ের বদলে এই জায়গায় বসতে পারত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে বেশ সহজই।

অনেকদিন ধরেই জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। আজ দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠলেন রাজা। কিপ্টে বোলিংয়ের পর ব্যাট হাতে ২৩ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। সঙ্গে অধিনায়ক ক্রেইগ আরভিন করেছেন হিসেবি এক ফিফটি। দুই মিলিয়েই জিম্বাবুয়ের ৫ উইকেটের এই জয়।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টে ১৩২ রানের জবাব দিতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলা দলটি ৪২ রানে হারিয়ে ফেলে তৃতীয় উইকেট। এরপরই সিকান্দার রাজার প্রতিরোধ। ওপেনিংয়ে নামা অধিনায়ক ক্রেইগ আরবিন একপ্রান্তে অবিচলই ছিলেন। চার নম্বরে নেমে অপর প্রান্তে পাল্টা আক্রমণের পথ বেছে নেন সিকান্দার।

বিজ্ঞাপন

চতুর্থ উইকেটে ৪৩ বলে ৬৪ রান তুলেছেন দুজন, সেখানে সিকান্দারের একারই ২৩ বলে ৪০। ৪টি চার ২টি ছয়ে এই ইনিংস খেলা রাজা দলীয় ১০৬ রানে আউট হওয়ার খানিক বাদে ফিরেছেন ক্রেইগ আরভিনও। তাতে জিম্বাবুয়ানদের গতি কমেছে ঠিকই, তবে সহজ সমীকরণ মেলাতে ভুল করেননি মিল্টন সুম্বা, রায়ান বার্লরা।

১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৩ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। আরভিন ৫৪ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৮ রান করেন। রায়ান বার্ল ৫ বলে করেন ৯ রান।

এর আগে স্কটল্যান্ডের হয়ে লড়েছেন জর্জ মানসি। অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনিংয়ে নামা মানসি। ৫১ বলে ৭টি চারের সাহায্যে ৫৪ রান করেন। ক্যালাম ম্যাকলিয়েড দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করতে খেলেছেন ২৬ বল।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে স্কটল্যান্ড। জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা ১৪ রানে ও রিচার্ড নাগারভা ২৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন। সিকান্দার রাজা ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

জিম্বাবুয়ে ক্রিকেট দল টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর